বাগদাদে কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ড, ২৭ রোগী নিহত
- আপডেট টাইম : ০৮:৩৩:১১ পূর্বাহ্ণ, রবিবার, ২৫ এপ্রিল ২০২১
- / ২৭৫ ৫০০০.০ বার পাঠক
আন্তর্জাতিক রিপোর্ট।।
ইরাকের বাগদাদের একটি হাসপাতালে আগুন লেগে কমপক্ষে ২৭ জন রোগী নিহত হয়েছে। হাসপাতালটিতে করোনাভাইরাস রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছিল।
ইরাকী সময় শনিবার রাতের বেলা ইবনে খাতিব হাসপাতালের ওই অগ্নিকাণ্ডে আরো ৪৬ জন আহত হয়েছে বলে রয়টার্স জানিয়েছে। ঘটনাস্থলের কাছাকাছি থাকা রয়টার্সের এক আলোকচিত্রী জানান, দুর্ঘটনার পর অনেকগুলো অ্যাম্বুলেন্স হাসপাতালটির দিকে ছুটে আসে এবং দগ্ধদের উদ্ধার করে নিয়ে যায়। দুর্ঘটনায় যেসব রোগীর কোন ক্ষতি হয়নি, তাদেরও হাসপাতালটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানান।
ইরাকের বেসামরিক নিরাপত্তা বিভাগের প্রধান মেজর জেনারেল খাদিম বোহান বলেন, হাসপাতালের পালমোনারি ইনটেনসিভ কেয়ার ইউনিট যে তলায়, সেখানে আগুনের সূত্রপাত।
“আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং হাসপাতালের ১২০ জন রোগীর মধ্যে ৯০ জনকেই বের করে আনা হয়েছে।”
দীর্ঘ দিনের অবরোধ, যুদ্ধ আর অবহেলার কারণে ইরাকের রুগ্ন স্বাস্থ্যসেবা খাত চলমান করোনাভাইরাস মহামারীর সময় যথেষ্ট চাপে আছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, শনিবার পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১০ লাখ ২৫ হাজার ২৮৮ জন এবং মারা গেছে ১৫ হাজার ২১৭ জন।