ঢাকা ০৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
সংবাদ শিরোনাম ::
গরু বহনকারী ভটভটির ধাক্কায় প্রাণ হারালো  দুই যুবক ইবিতে ভর্তি পরীক্ষার্থীদের জন্য থাকছে না কোন পরিবহন সেবা নবাবগঞ্জ প্রেসক্লাবের সকল সাংবাদিকের সঙ্গে ওসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় পাকুন্দিয়া উপজেলায় ৪ মামলার পরোয়ানাভূক্ত পলাতক আসামী গ্রেফতার রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা কোনাবাড়ি পল্লী বিদ্যুৎ পাওয়ার সাবস্টেশনে আগুন তামাক হচ্ছে মাদকের মূল লক্ষ্য -ডাঃ মোঃ নজরুল ইসলাম কিরাটন ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম আমাদের মাঝে আর নেই শিবগঞ্জে সানামসজিদ স্থলবন্দরে হিট স্ট্রোকে ট্রাফিক পরিদর্শকের মৃত্যু গাজীপুরবাসীর জন্য চরম “সৌভাগ্য’ বর্তমান ডিসি এডিসি রেভিনিউ চৌকস ও মেধাবী দুই কর্মকর্তার চিন্তা,চেতনায় কর্মে, সর্বোপরিভাবে সততাকে প্রাধাণ্য দিয়েই দায়িত্ব পালন করছেন

পাথরঘাটায় খাল দখল করে বসত বাড়ি গড়ে তোলার অভিযোগ। 

জেলা প্রতিনিধি বরগুনা।।

বরগুনার পাথরঘাটা উপজেলার ১ নং রায়হানপুর ইউনিয়নের ৪ নং কড়ইতলা গ্রামের ডাইনের শাখা খালের উপ শাখার কিছু অংশ  নিয়ে এলাকার  কিছু কৃষক প্রতিবেশি খলিলের উপর খাল দখলের অভিযোগ করেন।

জানা গেছে, উল্লেখিত শাখা খালের পাশে মৃত অাবুল হাসেমের ছেলে মোঃ খলিলুর রহমানের

দীর্ঘদিন ধরে একটি বসত বাড়ি গড়ে তোলেন,  যার ফলে উক্ত এলাকার প্রায় শতাধিক কৃষক তাদের কৃষি জমিতে পানি প্রবাহিত থেকে বঞ্চিত।

এব্যাপারে অভিযুক্ত খলিলের সাথে আলাপ করলে তিনি বলেন,উক্ত খাল থেকে পানি প্রবাহিত হওয়ার ফলে আমার বসত বাড়িটি ভেঙে যাচ্ছিলো বলে আমি খালটির সামান্য কি পার্শে পুনরায় বসত বাড়ি গড়ে তুলি, এবং আমার নিজের জমির ওপর দিয়ে পানি প্রবাহিত করার ব্যবস্থা করে দেই যার ফলে কৃষকের কোন ক্ষতি না হয়। পরে ভুক্তভোগি কৃষকের সাথ মতামত জানতে চাইলে তারা বলেন, পানি চলাচল বন্ধকরে তার বাড়ির পশ্চিম ও উত্তর পাশ থেকে নিজের জমির মধ্যদিয়ে একটি খাল খনন করেছে সত্য কিন্তু ভবিষ্যতে যদি খলিল ও তার অবর্তমানে তার ওয়ারিশগন খাল ছেড়ে দিতে অস্বীকৃতি জানালে আমরা তখন কি করে জমিতে পানি পাবো এব্যাপারে স্থানীয় কৃষকগন স্থায়ী সমাধান চান।এবং এ ব্যাপারে উক্ত চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান রূপকের নিকট জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে আমার নিকট কৃষকরা আপত্তি করলে অনেক পূর্বইে আমি সরেজমিনে গিয়ে খলিলকে বলে পানি প্রবাহিত করার ব্যবস্থা করেছি, প্রয়োজনে   কৃষকের মঙ্গলের জন্য যেটা ভালো হবে সেটাই করবো।যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ সদস্য মহোদয় কৃষকের সেবায় একধাপ এগিয়ে সেহেতু কৃষকের উপর আমার বেশ নজর রয়েছে।

আরো খবর.......

জনপ্রিয় সংবাদ

গরু বহনকারী ভটভটির ধাক্কায় প্রাণ হারালো  দুই যুবক

পাথরঘাটায় খাল দখল করে বসত বাড়ি গড়ে তোলার অভিযোগ। 

আপডেট টাইম : ০৮:০০:৫০ পূর্বাহ্ণ, রবিবার, ২৫ এপ্রিল ২০২১

জেলা প্রতিনিধি বরগুনা।।

বরগুনার পাথরঘাটা উপজেলার ১ নং রায়হানপুর ইউনিয়নের ৪ নং কড়ইতলা গ্রামের ডাইনের শাখা খালের উপ শাখার কিছু অংশ  নিয়ে এলাকার  কিছু কৃষক প্রতিবেশি খলিলের উপর খাল দখলের অভিযোগ করেন।

জানা গেছে, উল্লেখিত শাখা খালের পাশে মৃত অাবুল হাসেমের ছেলে মোঃ খলিলুর রহমানের

দীর্ঘদিন ধরে একটি বসত বাড়ি গড়ে তোলেন,  যার ফলে উক্ত এলাকার প্রায় শতাধিক কৃষক তাদের কৃষি জমিতে পানি প্রবাহিত থেকে বঞ্চিত।

এব্যাপারে অভিযুক্ত খলিলের সাথে আলাপ করলে তিনি বলেন,উক্ত খাল থেকে পানি প্রবাহিত হওয়ার ফলে আমার বসত বাড়িটি ভেঙে যাচ্ছিলো বলে আমি খালটির সামান্য কি পার্শে পুনরায় বসত বাড়ি গড়ে তুলি, এবং আমার নিজের জমির ওপর দিয়ে পানি প্রবাহিত করার ব্যবস্থা করে দেই যার ফলে কৃষকের কোন ক্ষতি না হয়। পরে ভুক্তভোগি কৃষকের সাথ মতামত জানতে চাইলে তারা বলেন, পানি চলাচল বন্ধকরে তার বাড়ির পশ্চিম ও উত্তর পাশ থেকে নিজের জমির মধ্যদিয়ে একটি খাল খনন করেছে সত্য কিন্তু ভবিষ্যতে যদি খলিল ও তার অবর্তমানে তার ওয়ারিশগন খাল ছেড়ে দিতে অস্বীকৃতি জানালে আমরা তখন কি করে জমিতে পানি পাবো এব্যাপারে স্থানীয় কৃষকগন স্থায়ী সমাধান চান।এবং এ ব্যাপারে উক্ত চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান রূপকের নিকট জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে আমার নিকট কৃষকরা আপত্তি করলে অনেক পূর্বইে আমি সরেজমিনে গিয়ে খলিলকে বলে পানি প্রবাহিত করার ব্যবস্থা করেছি, প্রয়োজনে   কৃষকের মঙ্গলের জন্য যেটা ভালো হবে সেটাই করবো।যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ সদস্য মহোদয় কৃষকের সেবায় একধাপ এগিয়ে সেহেতু কৃষকের উপর আমার বেশ নজর রয়েছে।