ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
সংবাদ শিরোনাম ::
সরকারি রাস্তা আওয়ামী লীগ নেতার দখলের চেষ্টা।এই বিষয়ে সময়ের কন্ঠস্বরে নিউজ প্রকাশের পর এসিল্যান্ডের নিষেধাজ্ঞা ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (সমগ্র বাংলাদেশ) পাকুন্দিয়া উপজেলা শাখা কমিটির সকলকে সনদ প্রদান ও আলোচনা সভা ২৫২ বছরের ইতিহাসে চট্টগ্রামে এই প্রথম নারী ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেটের পদায়ন ফরিদা খানম গাজীপুর জেলা মহানগর কাশিমপুরে স্বাধীন মত প্রকাশের জেরে থানার ওসির নেতৃত্বে একাধিক সাংবাদিকের নামে মিথ্যা মামলা আজমিরীগঞ্জ পৌর এলাকার গন্জেরহাটি গ্রামের সরকারি রাস্তা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রনব বনিকের দখলের চেষ্টা নরসিংদীতে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে আহত সাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠান চট্টগ্রামে জনতা ব্যাংক সিবিএ নেতা আফসার আ.লীগের আমলে দাপট দেখিয়ে এখন বিএনপি নিয়োগ, বদলি, চাঁদাবাজি করে কামিয়েছেন টাকা মহারাষ্ট্রে ভূমিধস জয়ের পথে বিজেপি জোট, ঝাড়খণ্ডে ‘ইন্ডিয়া’ পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু জুলাই বিপ্লবে আহত বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের ছেলে মো. বাবুকে চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে থাইল্যান্ড

দৌলতপুরে গমের ফলনে খুশি কৃষক

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৮:১৩:৩৬ পূর্বাহ্ণ, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
  • / ৩৪০ ৫০০০.০ বার পাঠক

অর্থ দৌলতপুর ॥

কৃষি নির্ভর বাংলাদেশে ধান চাষের পাশাপাশি কৃষকরা গম চাষও করে থাকেন। খাদ্য তালিকার অন্যতম ফসল গম। আবার গম অর্থকরী ফসলও বটে। কুষ্টিয়ার দৌলতপুরে চলতি মৌসুমে গমের ফলনও হয়েছে ভাল। শ্রমিক সংকট নিরসনে মেশিন দিয়ে গম কাটা ও মাড়াই করার ফলে কৃষকদের সাশ্রয় হয়েছে সময় ও অর্থ।

চলতি মৌসুমে কুষ্টিয়ার দৌলতপুরে ৫হাজার ২০০ হেক্টর জমিতে গম চাষ হয়েছে। আর কৃষকের চাষকরা গম থেকে প্রায় ২০ হাজার মেট্রিক টন গম উৎপাদন হওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। প্রতি বিঘা জমিতে গমচাষে কৃষকদের খরচ হয়েছে ৫-৭ হাজার টাকা। বিঘাপ্রতি ফলন হয়েছে ১৮ থেকে ২০ মন। নূন্যতম ১১০০ টাকা মন হিসেবে খরচ বাদ দিয়ে কৃষকদের লাভ হয়েছে ১০ থেকে ১২ হাজার টাকা। এরআগে শ্রমিক দিয়ে গমকাটা ও মাড়াইয়ে কৃষকদের খচর হতো বেশী। এবছর কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে গম কাটা ও মড়াইয়ের ফলে কৃষকদের সময় ও অর্থ দুই-ই সাশ্রয় হওয়ার পাশাপাশি গমের অপচয়ও হয়েছে কম। ফলে খুশি তারা। আদাবড়িয়া এলাকার কৃষক নুরুল ইসলাম জানান, কম খরচে ও অল্প সময়ে সে ৩বিঘা জমির গম কেটে ঘরে তুলেছে। এতে তার সময় ও অর্থ দুই-ই সাশ্রয় হয়েছে। অপচয়ও কম হয়েছে। একই অভিমত প্রকাশ করেছেন গোয়ালগ্রামের কৃষক আবুল কালাম।

কৃষি বিভাগের সহায়তায় সরকার থেকে ভতুর্কি পেয়ে কৃষকদের কম্বাইন্ড হারভেস্টার মেশিন ক্রয় করে তা দিয়ে প্রতিদিন ২৫ থেকে ৩০ বিঘা গম কাটা ও মাড়াই করা সম্ভব হয়েছে। যা থেকে কৃষক ও মেশিন মালিক দু’জনই লাভবান হয়েছেন। আদাবাড়িয়া এলাকার কৃষক উজ্বল হোসেন জানান, ভতুর্কি পেয়ে কম্বাইন্ড হারভেস্টার মেশিন ক্রয় করে কৃষকদের গম কাটা ও মাড়াই করে এবছর বেশ লাভবান হয়েছি। কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে গম কাটা ও মাড়াই করার ফলে কৃষকদের অর্থ, সময় ও গমের অপচয় কম হয় বলে জানান তিনি।

গম চাষে কৃষকদের উন্নত জাতের বীজ, সারসহ প্রয়োজীয় প্রনোদনা ও পরামর্শ দেওয়ায় এবছর গমের ফলন ভাল হয়েছে। পাশাপাশি শতকরা ৫০ ভাগ ভতুর্কির মাধ্যমে কম্বাইন্ড হারভেস্টার মেশিন ক্রয়ে উদ্বুদ্ধ করার ফলে কৃষকরা তা ক্রয় করে লাভবান হয়েছেন বলে জানিয়েছেন দৌলতপুর কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম।

কৃষি নির্ভর দেশে খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জনে কৃষকদের সার্বিক সহায়তা দিলে গমচাষ আরো বৃদ্ধি পাবে। ফলে দেশের চাহিদা মিটিয়ে রপ্তান্তিতে ও সহায়ক ভূমিকা পালন করবে। সংশ্লিষ্টরা এমনটাই মনে করেছেন।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

দৌলতপুরে গমের ফলনে খুশি কৃষক

আপডেট টাইম : ০৮:১৩:৩৬ পূর্বাহ্ণ, শনিবার, ২৪ এপ্রিল ২০২১

অর্থ দৌলতপুর ॥

কৃষি নির্ভর বাংলাদেশে ধান চাষের পাশাপাশি কৃষকরা গম চাষও করে থাকেন। খাদ্য তালিকার অন্যতম ফসল গম। আবার গম অর্থকরী ফসলও বটে। কুষ্টিয়ার দৌলতপুরে চলতি মৌসুমে গমের ফলনও হয়েছে ভাল। শ্রমিক সংকট নিরসনে মেশিন দিয়ে গম কাটা ও মাড়াই করার ফলে কৃষকদের সাশ্রয় হয়েছে সময় ও অর্থ।

চলতি মৌসুমে কুষ্টিয়ার দৌলতপুরে ৫হাজার ২০০ হেক্টর জমিতে গম চাষ হয়েছে। আর কৃষকের চাষকরা গম থেকে প্রায় ২০ হাজার মেট্রিক টন গম উৎপাদন হওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। প্রতি বিঘা জমিতে গমচাষে কৃষকদের খরচ হয়েছে ৫-৭ হাজার টাকা। বিঘাপ্রতি ফলন হয়েছে ১৮ থেকে ২০ মন। নূন্যতম ১১০০ টাকা মন হিসেবে খরচ বাদ দিয়ে কৃষকদের লাভ হয়েছে ১০ থেকে ১২ হাজার টাকা। এরআগে শ্রমিক দিয়ে গমকাটা ও মাড়াইয়ে কৃষকদের খচর হতো বেশী। এবছর কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে গম কাটা ও মড়াইয়ের ফলে কৃষকদের সময় ও অর্থ দুই-ই সাশ্রয় হওয়ার পাশাপাশি গমের অপচয়ও হয়েছে কম। ফলে খুশি তারা। আদাবড়িয়া এলাকার কৃষক নুরুল ইসলাম জানান, কম খরচে ও অল্প সময়ে সে ৩বিঘা জমির গম কেটে ঘরে তুলেছে। এতে তার সময় ও অর্থ দুই-ই সাশ্রয় হয়েছে। অপচয়ও কম হয়েছে। একই অভিমত প্রকাশ করেছেন গোয়ালগ্রামের কৃষক আবুল কালাম।

কৃষি বিভাগের সহায়তায় সরকার থেকে ভতুর্কি পেয়ে কৃষকদের কম্বাইন্ড হারভেস্টার মেশিন ক্রয় করে তা দিয়ে প্রতিদিন ২৫ থেকে ৩০ বিঘা গম কাটা ও মাড়াই করা সম্ভব হয়েছে। যা থেকে কৃষক ও মেশিন মালিক দু’জনই লাভবান হয়েছেন। আদাবাড়িয়া এলাকার কৃষক উজ্বল হোসেন জানান, ভতুর্কি পেয়ে কম্বাইন্ড হারভেস্টার মেশিন ক্রয় করে কৃষকদের গম কাটা ও মাড়াই করে এবছর বেশ লাভবান হয়েছি। কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে গম কাটা ও মাড়াই করার ফলে কৃষকদের অর্থ, সময় ও গমের অপচয় কম হয় বলে জানান তিনি।

গম চাষে কৃষকদের উন্নত জাতের বীজ, সারসহ প্রয়োজীয় প্রনোদনা ও পরামর্শ দেওয়ায় এবছর গমের ফলন ভাল হয়েছে। পাশাপাশি শতকরা ৫০ ভাগ ভতুর্কির মাধ্যমে কম্বাইন্ড হারভেস্টার মেশিন ক্রয়ে উদ্বুদ্ধ করার ফলে কৃষকরা তা ক্রয় করে লাভবান হয়েছেন বলে জানিয়েছেন দৌলতপুর কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম।

কৃষি নির্ভর দেশে খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জনে কৃষকদের সার্বিক সহায়তা দিলে গমচাষ আরো বৃদ্ধি পাবে। ফলে দেশের চাহিদা মিটিয়ে রপ্তান্তিতে ও সহায়ক ভূমিকা পালন করবে। সংশ্লিষ্টরা এমনটাই মনে করেছেন।