ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৯ জনকে আটক করেছে বিজিবি
- আপডেট টাইম : ০৮:০৭:২৪ পূর্বাহ্ণ, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
- / ২৩৩ ৫০০০.০ বার পাঠক
ঝিনাইদহ রিপোর্টার ॥
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৯ জনকে আটক করেছে বিজিবি। আজ শনিবার সকালে খোশালপুর সীমান্ত এলাকার একটি ফল বাগানের ভিতর থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো, ইসমাইল হোসেন সিপাহী (৪০), শিরিন আক্তার (২৭), বেলাল সিপাহী (১৩), কায়ম বয়াতি (৩৫), সুজন পাল (৩৫), সালমা বেগম (২৩), নুপুর বেগম (২১), মারজানা ইসলাম (০১) ও দালাল কদম আলী (২৫)। এদের বাড়ি বাগেরহাটের রায়েন্দা (শ্বরনখোলা), মোড়লগঞ্জ ও নড়াইল।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে ৮ জনকে এবং তাদের পারাপারে সহায়তা করার দায়ে ০১ জনকে আটক করা হয়েছে। আটককৃত নাগরিকদেরকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করা এবং তাদের পারাপারে সহায়তা করার দায়ে মহেশপুর থানায় সোপর্দ্দ এবং মামলা দায়ের করাসহ হয়ছে।