সংবাদ শিরোনাম ::
মুক্তিযোদ্ধা শব্দের কেন এত অপব্যবহার
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০৭:৪৮:০৯ পূর্বাহ্ণ, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
- / ৩১৯ ৫০০০.০ বার পাঠক
সম্পাদক।।
বুকের তাজা রক্ত ঢেলে দেশটি স্বাধীন করা হয়েছে । কেউ লোভে পড়ে যুদ্ধে যায় নাই । যারা যুদ্ধে গিয়ে ছিল তাদের একটাই দাবী ছিলো, দেশ শত্রু মুক্ত করতে হবে । দেশ কী সত্যি শত্রু মুক্ত হয়েছে? হয় তো বা দৃশ্যমান শত্রু মুক্ত হয়েছে কিন্তু অদৃশ্যমান শত্রু মুক্ত করবে কে ?
যারা যুদ্ধে গিয়ে ছিল তাদের একটাই দাবী ছিলো পাকিস্তান হঠাতে হবে, বাংলা বাঁচাতে হবে, শত্রু মুক্ত দেশ গড়তে হবে। সবার মাঝে সমতা ফিরিয়ে আনতে হবে । ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত দেশ গড়তে হবে । ন্যায় অধিকার প্রতিষ্ঠা করতে হবে। জহির রায়হানের একটি গল্প আছে “সময়ের প্রয়োজনে”। এই গল্পে কোন এক মুক্তিযোদ্ধা বলেছিল, সময়ের প্রয়োজনে যুদ্ধে এসেছি । হয় তো কোন কোন বীর যোদ্ধা সময়ের দাবিতে যুদ্ধে গিয়ে ছিল । শহীদ জননী জাহানারা ইমামের “একাত্তরের দিনগুলি” , এ কে খন্দকারের “একাত্তরের ভেতরে বাইরে”, আবুল মনসুর আহমদের “আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর” অথবা আনোয়ার পাশার ‘রাইফেল রুটি আওরাত’ , হুমায়ূন আহমেদের ‘দেয়াল’ , সৈয়দ শামসুল হকের ‘ পায়ের আওয়াজ পাওয়া যায় ‘ আবু জাফর শামসুদ্দীনের ‘কলিমদ্দি দফাদার’ এছাড়া ড. সিরাজুল ইসলাম চৌধরী স্যারের ” বাংলাদেশের ইতিহাস ” গ্রন্থগুলি পড়লে স্বাধীনতা যুদ্ধের সঠিক চিত্র বুঝতে পারা যায় ।
গ্রন্থগুলো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের উপর রচিত । লেখকগণ প্রত্যক্ষ চোখে স্বাধীনতা দেখেছেন । আবার অনেক লেখক স্বয়ং নিজে স্বাধীনতা যুদ্ধের ময়দানে সশরীরে অংশ গ্রহণ করেছেন । কোন কোন লেখক বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে নানা ভাবে সাহায্য সহযোগিতা করেছেন । তাঁদের কলমে উঠে এসেছে স্বাধীনতা যুদ্ধের প্রকৃত চিত্র । সেই চিত্র কেউ কি অস্বীকার করতে পারে ? নিশ্চয় পারে না ।
তবে বর্তমানে এসে কেন এত অস্বীকার, কেন সেই মুক্তিযোদ্ধাদের নিয়ে এত তামাশা । কখনো কখনো দেখা যাচ্ছে সত্যিকারের মুক্তিযোদ্ধাদের নাম রাজাকারের তালিকায় । আবার কখনো কখনো দেখা যাচ্ছে রাজাকারদের নাম মুক্তিযুদ্ধাদের তালিকায় । তবে এটা হওয়া অনেক সময় স্বাভাবিক, যদি কলিমদ্দি দফাদারদের মত মুক্তিযোদ্ধা হয়ে থাকে। তবে সবাই তো কলিমদ্দি দফাদারদের মত কৌশলে যুদ্ধ করে নাই । যারা সশরীরে যুদ্ধ করেছেন তাদের নাম কেন রাজাকারের তালিকায় ? ১৯৭১ সালে অনেক দেশ প্রেমিক ছিলো যারা দিনের আলোতে রাজাকার কিন্তু রাতের অন্ধকারে দেশ প্রেমিক মুক্তিযোদ্ধা । রাইফেল রুটি আওরাত গ্রন্থে একজনকে দেখা যায় বিকেলে রাজাকার কমান্ডারের বাসায় বসে একজন রাজাকার মুক্তিযুদ্ধাদের নামে নানা গালিগালাজ করছে । সশরীরে মুক্তিযুদ্ধা বিরোধী ঐ বাড়ির আঙিনায় । কিন্তু রাতের অন্ধকারে সেই রাজাকার হাজার মুক্তিযুদ্ধা ত্রাণকর্তা । কীসের লোভে ঐ সকল মানুষ গোপনে যুদ্ধে নেমেছে, কৌশলে যুদ্ধ করেছে, বীর বাঙালি সন্তানদের সাহায্য সহযোগিতা করেছে, আজ কেউ বলতে পারবেন ? তাঁরা কেন এমন মহৎ কাজ করেছে অদৃশ্য হাতে? নিশ্চয়ই বলতে পারবেন না । আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর কিংবা একাত্তরের দিনগুলি গ্রন্থে দেখা যায় রাজাকারের গাড়িতে নব জোয়ান বীর মুক্তিযোদ্ধা । বলতে পারবেন কীসের জন্য ঐ রাজাকার এমন সাহায্য সহযোগিতা করেছিল? নিশ্চয়ই বলতে পারবেন না । হ্যাঁ ঐটাই ছিলো দেশ প্রেম । এরা ছিল রাজাকার কিন্তু দেশ প্রেমিক রাজাকার । তবে হ্যাঁ তখনও হাজার হাজার হারাম জাদা ছিল যারা প্রকৃত রাজাকার ছিলেন, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে নানা রকম বাঁধা সৃষ্টি করেছে । কখনো কখনো দেখা গেছে পাক হানাদারদের চেয়ে বেশি ক্ষতি করেছে ঐ সকল রাজাকার, আল বদর , আল শামস ।
কেউ প্রকাশ্যে যুদ্ধ করেছে, কেউ গোপনে, কেউ ছদ্মবেশে । কেউ যুদ্ধের সময় দেশ ত্যাগ করেছে। বহির্বিশ্বে জনমত যোগাড় করেছে । তাঁরা কিন্তু যুদ্ধ করে নাই । তবে দেশের কল্যাণে নানা ভাবে মুক্তিযোদ্ধাদের সাহায্য সহযোগিতা করেছে । বলতে পারবেন কেন করেছে? নিশ্চয় পারবেন না? আবুল মনসুর আহমদ বলেছেন তার সন্তান যখন যুদ্ধে যেতে চায় তখন তাঁর স্ত্রী বাঁধা দেয়, তাদেরকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয় । তাঁরা কিন্তু বিদেশে গিয়ে চুপ ছিলেন না । প্রকাশ্যে মুক্তিযোদ্ধাদের নানা ভাবে সাহায্য সহযোগিতা করছেন । কেন করেছে বলতে পারবেন? নিশ্চয়ই আমরা আজ বলতে পারব না ।
যারা দেশকে ভালোবেসে যুদ্ধ করলো তাদের কে নিয়ে কেন এত তামাশা? কেউ বলতে পারে না । মুক্তিযুদ্ধের বিরোধে সাম্প্রতিক কালে প্রকাশ্যে শ্লোগান দিয়ে নুরু এবং তাদের সহযোগীরা আজ যুবসমাজের এবং ছাত্র সমাজের আইকন হয়েছে । রাজনৈতিক সংগঠন গড়েছেন । দেশে সাধারণ মানুষের মাঝে গ্রহণযোগ্যতা বৃদ্ধি করেছে । মুক্তিযুদ্ধের নিয়ে এ কেমন তামাশা করেছে বাংলার এই যুব সমাজ ? এর জন্য দায়ী কারা ? আমি মনে করি এর জন্য দায়ী সচেতন নাগরিক সমাজ । আবার আরেক দল মুক্তিযোদ্ধা মঞ্চ নামে সংগঠন খুলে কখনো আলোচনায় আবার কখনো কখনো ব্যাপক সমালোচনায় আসে । মুক্তিযোদ্ধাদের সন্তান এবং নাতি নাতনিদের কোটা ব্যবস্থা । যেটা চরম হারে অপমানে বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে অনেক বিশেষজ্ঞদের মত । কোটা পদ্ধতি উঠে দেওয়ার জন্য সারা বাংলাদেশ প্রায় চারদিন বন্ধ করে রেখেছিল সাধারণ শিক্ষার্থীরা । এটা কত বড় অপমানের এটা কী কখনও আমরা বুঝতে পারি ? সরকার একবার কোটা দিল আবার সেই কোটা ব্যবস্থা উঠিয়ে নিল। এ কোন ধরনের প্রহসন ভাবতে পারেন? সেই কোটা ব্যবস্থা আবার চালু করার জন্য মুক্তিযোদ্ধাদের সন্তান এবং নাতি নাতনিরা আন্দোলন করে । এটাই কী কম অপমান জনক মুক্তিযোদ্ধাদের জন্য ? একবার চিন্তা করে দেখুন।
মুক্তিযুদ্ধের সময় এক শ্রেণীর লোক দেশ ত্যাগ করেছিলেন । তাঁদের চিন্তা ছিল দেশ শান্ত হলে দেশে ফিরে আসবে । দেশ শান্ত না হলে আসবে না । এই পলাতক সুবিধাবাদী শ্রেণী আজ কেমনে বীর মুক্তিযুদ্ধা হয়? জাতির কাছে সচেতন মনে প্রশ্ন কিন্তু থেকেই যায় ।
মুক্তিযোদ্ধা শব্দের আগে কখনো ভুয়া শব্দটি ব্যবহার করা হচ্ছে । এটা কোন ধরনের অপব্যবহার করা হচ্ছে মুক্তিযোদ্ধা শব্দের? একবার ভেবে দেখুন ? সাম্প্রতিক কালে পুলিশ, ম্যাজিসেট্রট এবং ডাক্তারের উত্তেজনামুলক ভিডিও সামাজিকযোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়ায় , সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তিযোদ্ধা শব্দটি নানা ভাবে অপব্যবহার হচ্ছে যুবসমাজের মাঝে ।
দেশকে তাঁরা স্বাধীন করেছে বিনা স্বার্থে । সেই স্বার্থহীন মানুষগুলো আজ কেন এত অদৃশ্য অপমানের সম্মুখীন হবে ? বীর মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার্থে মুক্তিযুদ্ধা শব্দটির অপব্যবহার বন্ধ করতে হবে । সকল নাগরিকে দৃষ্টি আকর্ষণ করছি আমরা সচেতন হই । বীর সন্তানদের সম্মান রক্ষার্থে মুক্তিযোদ্ধা শব্দের অপব্যবহার বন্ধ করি ।
আরো খবর.......