রাস্তায় রাস্তায় মাস্ক বিতরণের ভিন্ন উদ্যোগ মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজের ২০০০ ব্যাচের শিক্ষার্থীদের
- আপডেট টাইম : ০২:২৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
- / ৩৪৪ ৫০০০.০ বার পাঠক
আরিফুল ইসলাম শামিমঃ করোনাভাইরাসের আতঙ্ক এখন বিশ্বজুড়ে। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনার প্রভাব পড়ছে বিশ্বজুড়ে। এবার করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা বাড়াতে রাস্তায় নামলেন মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজের ২০০০ ব্যাচের শিক্ষার্থীরা
। মেঘনা শিল্পনগরীর , প্রতাব নগর , ঝাউচর , ইসলামপুর এলাকার রাস্তায় ঘুরে ঘুরে রিকশাওয়ালা, ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী, অটো ড্রাইভার, সি এন জি ড্রাইভার , পথশিশু ও শ্রমজীবী মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেছেন ।
শুক্রবার বাদ জুম্মা থেকে বিকেল চারটা পর্যন্ত৷ ২০০০ ব্যাচের মোঃ জুয়েল রানা অনান্য শিক্ষার্থী সঙ্গে নিয়ে প্রায় সাত শ মাস্ক বিতরণ করেন। এ ব্যাপারে মোঃ ইকবাল হোসেন বলেন, ‘এটি আমাদের ক্ষুদ্র প্রয়াস। আমরা ছোট মানুষ, আমার সামর্থ্যের মধ্যে থেকে যতটুকু সম্ভব ততটুকু করলাম। সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য কিছু করা বলতে পারেন।’
জুয়েল রানা বলেন, করোনাভাইরাস থেকে বাঁচতে মাস্কটা ব্যবহার করলে সুবিধা হবে। আক্রান্ত মানুষ মাস্ক ব্যবহার করলে তার থেকে এটি ছড়ানোর সুযোগ কম। আবার একজন সুস্থ মানুষের নিরাপত্তার জন্য এটি ব্যবহার করলে ভালো।
বেলা দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত প্রায় সাত শ মাস্ক বিতরণ করেন।জুয়েল রানা আরও বলেন, ‘আমরা যাঁরা একসাথে কাজ করি, তাঁদের কারও হাজার হাজার, কারও শত শত অনুসারী আছেন। তাঁদের বিশ্বাসও করেন অনুসারীরা। তাই পরিচিত লোকজন এ ধরনের সচেতনতা বৃদ্ধির জন্য পদক্ষেপ নিলে আতঙ্কিত সাধারণ মানুষের উপকার হবে। যাঁর যাঁর জায়গা থেকে যদি এভাবে কাজ করা হয়, করোনার আতঙ্ক অনেকটাই কেটে যাবে।