৮ দিনে ভার্চুয়াল আদালতে ১৫ হাজার আসামির জামিন
- আপডেট টাইম : ১১:০১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
- / ২৪১ ৫০০০.০ বার পাঠক
স্টাফ রিপোর্টার॥
করোনাভাইরাস পরিস্থিতিতে ভার্চুয়াল শুনানি নিয়ে আট কার্যদিবসে সারাদেশে ১৫ হাজার ২১৭ কারাবন্দি আসামিকে জামিনে মুক্তি দিয়েছেন নিম্ন আদালত। এর মধ্যে শিশু রয়েছে ১৬৭ জন। শুক্রবার সুপ্রীমকোর্টের মুখপাত্র ব্যারিষ্টার মুহাম্মদ সাইফুর রহমান জনকন্ঠকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ভার্চুয়াল আদালত শুরু হওয়ার পর ৮ কার্যদিবসে সারাদেশে অধস্থন আদালত এবং ট্রাইব্যুনালে ২৬ হাজার ৮৪৮টি মামলায় ভার্চুয়াল শুনানির মাধ্যমে ১৫ হাজার ২১৭ জন আসামি জামিনপ্রাপ্ত হয়ে কারাগার থেকে মুক্ত হয়েছেন। এর মধ্যে শিশুর সংখ্যা ১৬৭ জন। ভার্চুয়াল শুনানি নিয়ে গত ১২ এপ্রিল ১ হাজার ৬০৪ জন, ১৩ এপ্রিল ৩ হাজার ২৫৯, ১৫ এপ্রিল দুই হাজার ৩৬০ জন, ১৮ এপ্রিল ১ হাজার ৮৪২, ১৯ এপ্রিল ১ হাজার ৬৩৫, ২০ এপ্রিল ১ হাজার ৫৭৬, ২১ এপ্রিল ১ হাজার ৩৪৯ ও ২২ এপ্রিল ১ হাজার ৫৯২ জন কারাবন্দি আসামিকে জামিন দেন নিম্ন আদালত।
উল্লেখ্য , গত ১২ এপ্রিল থেকে করোনা সংক্রমণ রোধে পুনরায় দ্বিতীয় সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্তের শুনানি হচ্ছে।