গাজিপুরে কোনাবাড়ীতে করোনায় ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ব্যবসায়ীরা।
- আপডেট টাইম : ০৬:৫২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
- / ৩০১ ৫০০০.০ বার পাঠক
মানসুরা আক্তার কাকলী ) রিপোর্ট।।
মহামারী করোনা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীদের এমনই অভিযোগ। ২২,এপ্রিল বৃহস্পতিবার গণমাধ্যম কর্মীদের ব্যবসায়ীক নেতারা জানান, গত বছর দীর্ঘ লকডাউনে ব্যবসায় অনেক আর্থিক ক্ষতি হইছে সেই লোকসান এখনো পুষিয়ে উঠতে পারেনি ব্যবসায়ীরা। এছারা দেশে দীত্বিয় বারের মতো এবছর ১৪ এপ্রিল থেকে টানা সাতদিন কঠোর লকডাউন থেকে বাড়িয়ে তা ২৮ এপ্রিল মধ্যে রাত অবধি বাড়ানো হয়েছে। এসময় সেবাদানকারী প্রতিষ্ঠান, পোশাক কারখানা সহ অন্যান্য খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সহ কিছু শিল্প কারখানা চালু থাকলেও হাটবাজার চলছে সিমিত পরিসরে। এছাড়া বন্ধ রয়েছে স্কুল কলেজ, দোকানপাট, সপিংমল ও গণপরিবহন। কোনাবাড়ি নতুন বাজার ক্ষুদ্র ব্যবসায়ীদের সভাপতি মোঃবেলায়েত হোসেন ও ব্যবসায়ী মোঃআব্দুল আলিম, বাদশা মিয়া, মোঃরুবেল মিয়া,মোঃনূরু মিয়া, মোঃকামাল হোসেন জানান সরকার পোশাক কারখানার মতো তাঁদেরও স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা করার সুযোগ করে দিতে সরকারের কাছে আহবান জানান। তারা আরো বলেন ব্যবসায়ীরা বছরে দুই ঈদকে সামনে রেখে সারা বছরের প্রায় সিক্সটি পার্সেন্ট বেচাকেনা করে থাকেন। ঈদকে কেন্দ্র করে লক্ষ লক্ষ টাকার কাপর কিনে টেইলার্সের মাধ্যমে পোশাক তৈরি করেন। লকডাউনে অসংখ্য শ্রমিক বেকার হয়ে পড়েছে ইতিমধ্যে অনেকে পরিবার নিয়ে অতিকষ্টে দিনাতিপাত করছে। এছাড়া ব্যবসায়ীদের দোকান ভাড়া ও এনজিও ঋৃনের চাপে দিশেহারা হয়েপড়েছে। ব্যবসায়ীদের দাবী সরকার বৈষম্য দূর করে ব্যনসায়ে সমতা তৈরি করে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসার জন্য জোর আবেদন জানান।