সংবাদ শিরোনাম ::
হেফাজতের যুগ্ম মহাসচিব খালেদ সাইফুল্লাহ গ্রেফতার
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০৬:০০:৪৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
- / ৪৪৩ ৫০০০.০ বার পাঠক
স্টাফ রিপোর্টার।।
হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ূবীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (২১ এপ্রিল) দিনগত রাতে মানিকগঞ্জের সিংগাইর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি ইমরান খান জানান, সাম্প্রতিক সময়ে হেফাজতে ইসলামের নাশকতা ও সহিংসতার ঘটনায় পল্টন থানায় দায়েরকৃত একটি মামলার আসামি খালেদ সাইফুল্লাহ আইয়ূবী। ওই মামলায় মানিকগঞ্জের সিংগাইর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। এ নিয়ে গত এক সপ্তাহে পুরাতন ও নতুন মামলায় হেফাজতে ইসলামের অন্তত ১৫ জন হেভিওয়েট নেতাকে গ্রেফতার করা হলো।
আরো খবর.......