বোয়ালমারীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

- আপডেট টাইম : ০৮:০৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১
- / ৩৩৪ ১৫০০০.০ বার পাঠক
বোয়ালমারী, ফরিদপুর ॥
ফরিদপুর জেলার বোয়ালমারীতে একটি বেপরোয়া গতির ট্রাকের সাথে ধাক্কা লেগে ট্রাক চাপায় মিলন খান (৩৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের চতুল ইউনিয়নের বাইখীর চৌরাস্তা সংলগ্ন মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন খান একই উপজেলার বড়গাঁ গ্রামের বীরমুক্তিযোদ্ধা রাজা খানের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী।
জানা গেছে, নিহত মিলন খান বোয়ালমারী বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক খুলনা থেকে ছেড়ে আসা একটি গ্যাস সিলিন্ডার ভর্তি বেপরোয়া গতির ট্রাকের (ঢাকা মেট্রো ট-১৩৪৫২৭) সাথে তার মোটরসাইকেলের ধাক্কা লেগে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়েছে।