সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক ২

সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০৮:০৫:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১
- / ২৭১ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্টার।।
গোপালগঞ্জে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যার পর জেলার কোটালীপাড়া উপজেলার আমবাড়ি ও পূর্বপাড় গ্রামে নিজেদের বাড়ির সম্মুখে গাঁজা বিক্রীর সময় পুলিশ তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হল, আমবাড়ি গ্রামের রনজিত রায়ের ছেলে রথীন রায় (৩২) এবং পূর্বপাড় গ্রামের সুরত হাওলাদারের ছেলে আলম হাওলাদার (৪৫)।
গোপালগঞ্জ গোয়েন্দা পুলিশের ওসি মোঃ মাসুদ রায়হান জানিয়েছেন, ওই দুই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাদক-ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা বিক্রীর সময় রথীন রায়ের কাছ থেকে সাড়ে ৩ কেজি এবং আলম হাওলাদারের কাছ থেকে ৫ শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে কোটালীপাড়া থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
আরো খবর.......