ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েল কারাগারে জামালপুরে করল্লা চাষ দিন দিন বৃদ্ধি পেয়েছে কৃষককুল স্বাবলম্বি চট্টগ্রাম সাতকানিয়া থানা পুলিশের অভিযানে ১টি এলজিসহ অস্ত্রধারী যুবক গ্রেপ্তার। প্রচন্ড খড়া রোদে ডিএমপি কমিশনারের স্বস্থির উদ্যোগ পাহাড় পুর বাজারে ক্ষমতার দাপটে সরকারি শৌচাগার বন্ধ করে দোকান ঘর নির্মাণ, মাদক মুক্ত সমাজ গড়ার ডাক দিলেন জননেত্রী ও প্রধান মাসকিনা মমতাজ সরিষাবাড়ীতে উজ্জল হত্যা মামলার আসামিদের  ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মোংলায় ডে বোট অপারেটর প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত কালিহাতিতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালিত ডিএমপির ৬ কর্মকর্তার বদলি

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে লাঞ্চ বিরতিতে ভালো অবস্থানে বাংলাদেশ

খেলাধুলার রিপোর্টার।।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে টস জিতে আগে ব্যাটিং নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশের রান ১ উইকেটে ১০৬ রান। দলের রান যখন ৮ তখন সাইফ হাসান শূন্য রানে আউট হয়। এর পর তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত দুজনাই লাঞ্চ বিরতি পর্যস্ত অপরাজিত থেকে দলকে সন্মানজনক অবস্থায় পৌঁছে দেয়। তামিম ইকবাল ওয়ানডে স্টাইলে খেলে ৭২ বল খেলে করেছে ৬৫ রান। বাউন্ডারি মেরেছেন ১২ টি। অপরদিকে শান্ত ৮৬ বল খেলে করেছে ৩৭ রান। বাউন্ডারি মেরেছেন ৫টি। সাইফ হাসান কেলেন ৬টি বল। পাল্লেকেলে টেস্টে সবুজাভ উইকেটিকে বলা হয়ছিলো এখানে ব্যাটম্যানদের জন্য বিপদ হতে পারে। কিন্তু সেটাকে মিথ্যা প্রামন করেছে তামিম ইকবাল ও শান্ত। এই জুটির ৯৮ রান করেছে। খেলা হয়েছে ২৭ ওভার।

টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে প্রথম পানি পানের বিরতিতে বাংলাদেশের রান ১৩ ওভারে ১ উইকেটে ৫৮।

তামিমের উদ্বোধনী জুটির সঙ্গী সাইফ হাসান আউট শূন্য রানে। টেস্ট ক্যারিয়ারে আগের দুই টেস্টে তার স্কোর ০, ১৬ ও ৮।

সকালে পিচ রিপোর্টে ধারাভাষ্যকার ও সাবেক পাকিস্তানি ওপেনার আমির সোহেল বললেন, “উইকেটে ঘাস অনেক। শুরুতে ব্যাটসম্যানদের কাজ হবে বেশ কঠিন। তবে রোদ ওঠার পর আর্দ্রতা কমে গেলে ব্যাটসম্যানদের জন্য সহজ হয়ে উঠবে।”

ম্যাচের প্রথম বলটি সুরাঙ্গা লাকমল ভেতরে ঢোকান তামিমের জন্য, পরেরটি নেন বাইরে। তৃতীয় বলেই দারুণ ফ্লিক শটে বাউন্ডারিতে তামিমের পাল্টা জবাব দেওয়ার শুরু। এক বল পর বাউন্ডারি মারেন আরেকটি।

পরের ওভারেই শ্রীলঙ্কা পায় সাফল্য। বাঁহাতি পেসার বিশ্ব ফার্নান্দোর ভেতরে ঢোকা বলে এলবিডব্লিউ সাইফ। আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে সফল হয় লঙ্কানরা।

তামিমের সৌজন্যে অবশ্য চাপটা অনুভব করেনি দল। বিশ্বর এক ওভারে দুর্দান্ত তিনটি বাউন্ডারি মারেন তিনি, অভিজ্ঞ লাকমলের বলেও নিয়মিত আদায় করেন বাউন্ডারি।

ইনিংসে ভুল শট সম্ভবত একটিই খেলেন তামিম। লাহিরু কুমারার শর্ট বল ছেড়ে দিতে চেয়েছিলেন, বল তার ব্যাটে ছোবল দিয়ে বাউন্ডারি হয় উইকেটের পেছন দিয়ে। পরের বলেই দৃষ্টিনন্দন স্কয়ার ড্রাইভে আরেকটি চার মেরে তামিম জানান দেন, নড়বড়ে হয়ে যাননি।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরি, ইবাদত হোসেন চৌধুরি।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে, লাহিরু থিরিমান্নে, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনাঞ্জয়া ডি সিলভা, পাথুম নিসানকা, নিরোশান ডিকভেলা, ভানিন্দু হাসারাঙ্গা, সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো।

আরো খবর.......

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েল কারাগারে

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে লাঞ্চ বিরতিতে ভালো অবস্থানে বাংলাদেশ

আপডেট টাইম : ০৭:৫৪:৪০ পূর্বাহ্ণ, বুধবার, ২১ এপ্রিল ২০২১

খেলাধুলার রিপোর্টার।।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে টস জিতে আগে ব্যাটিং নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশের রান ১ উইকেটে ১০৬ রান। দলের রান যখন ৮ তখন সাইফ হাসান শূন্য রানে আউট হয়। এর পর তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত দুজনাই লাঞ্চ বিরতি পর্যস্ত অপরাজিত থেকে দলকে সন্মানজনক অবস্থায় পৌঁছে দেয়। তামিম ইকবাল ওয়ানডে স্টাইলে খেলে ৭২ বল খেলে করেছে ৬৫ রান। বাউন্ডারি মেরেছেন ১২ টি। অপরদিকে শান্ত ৮৬ বল খেলে করেছে ৩৭ রান। বাউন্ডারি মেরেছেন ৫টি। সাইফ হাসান কেলেন ৬টি বল। পাল্লেকেলে টেস্টে সবুজাভ উইকেটিকে বলা হয়ছিলো এখানে ব্যাটম্যানদের জন্য বিপদ হতে পারে। কিন্তু সেটাকে মিথ্যা প্রামন করেছে তামিম ইকবাল ও শান্ত। এই জুটির ৯৮ রান করেছে। খেলা হয়েছে ২৭ ওভার।

টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে প্রথম পানি পানের বিরতিতে বাংলাদেশের রান ১৩ ওভারে ১ উইকেটে ৫৮।

তামিমের উদ্বোধনী জুটির সঙ্গী সাইফ হাসান আউট শূন্য রানে। টেস্ট ক্যারিয়ারে আগের দুই টেস্টে তার স্কোর ০, ১৬ ও ৮।

সকালে পিচ রিপোর্টে ধারাভাষ্যকার ও সাবেক পাকিস্তানি ওপেনার আমির সোহেল বললেন, “উইকেটে ঘাস অনেক। শুরুতে ব্যাটসম্যানদের কাজ হবে বেশ কঠিন। তবে রোদ ওঠার পর আর্দ্রতা কমে গেলে ব্যাটসম্যানদের জন্য সহজ হয়ে উঠবে।”

ম্যাচের প্রথম বলটি সুরাঙ্গা লাকমল ভেতরে ঢোকান তামিমের জন্য, পরেরটি নেন বাইরে। তৃতীয় বলেই দারুণ ফ্লিক শটে বাউন্ডারিতে তামিমের পাল্টা জবাব দেওয়ার শুরু। এক বল পর বাউন্ডারি মারেন আরেকটি।

পরের ওভারেই শ্রীলঙ্কা পায় সাফল্য। বাঁহাতি পেসার বিশ্ব ফার্নান্দোর ভেতরে ঢোকা বলে এলবিডব্লিউ সাইফ। আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে সফল হয় লঙ্কানরা।

তামিমের সৌজন্যে অবশ্য চাপটা অনুভব করেনি দল। বিশ্বর এক ওভারে দুর্দান্ত তিনটি বাউন্ডারি মারেন তিনি, অভিজ্ঞ লাকমলের বলেও নিয়মিত আদায় করেন বাউন্ডারি।

ইনিংসে ভুল শট সম্ভবত একটিই খেলেন তামিম। লাহিরু কুমারার শর্ট বল ছেড়ে দিতে চেয়েছিলেন, বল তার ব্যাটে ছোবল দিয়ে বাউন্ডারি হয় উইকেটের পেছন দিয়ে। পরের বলেই দৃষ্টিনন্দন স্কয়ার ড্রাইভে আরেকটি চার মেরে তামিম জানান দেন, নড়বড়ে হয়ে যাননি।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরি, ইবাদত হোসেন চৌধুরি।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে, লাহিরু থিরিমান্নে, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনাঞ্জয়া ডি সিলভা, পাথুম নিসানকা, নিরোশান ডিকভেলা, ভানিন্দু হাসারাঙ্গা, সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো।