বাগেরহাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত দুই
- আপডেট টাইম : ১২:২০:৩২ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১
- / ২৬২ ৫০০০.০ বার পাঠক
স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥
বাগেরহাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আমিরুল ইসলাম (৩২) নামের এক ট্রাক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার পালপাড়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে। এসময় উভয় ট্রাকের আরো দুই জন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত ট্রাক চালক আমিরুল ইসলামের বাড়ি চাপাইনবাবগঞ্জ জেলায়। আহতদের মধ্যে সিরাজুল ইসলাম নামের একজনের নাম পাওয়া গেছে।
বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোঃ গোলাম সরোয়ার বলেন, মোল্লাহাট থেকে কাটাখালী গামী সিমেন্টবাহী একটি ট্রাক পালেরহাট নামকস্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা খেজুরবাহী একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই খেজুরবাহী ট্রাকের চালক আমিরুল ইসলাম নিহত হয়। এসময় আরো দুইজন আহত হয়। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।