ঠাকুরগাঁওয়ে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

- আপডেট টাইম : ১১:৩৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
- / ৫ ১৫০০০.০ বার পাঠক
ঠাকুরগাঁওয়ে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ঠাকুরগাঁও জেলা প্রশাসন এর আয়োজনে এবং স্থানীয় সরকার বিভাগ,স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয় এর সহযোগীতায় উপজেলা রিসোর্স টিম (ইউআরটি) সদস্যদের অংশগ্রহণে জেলা সার্কিট হাইজ সম্মেলন কক্ষে ৫ ও ৬ মে এ দুইদিন ব্যাপী কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা। ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা। এসময় জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী ভূমি কমিশনার, অফিসার্স ইনচাজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তাবৃন্দ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সহ
জেলার ৫ টি উপজেলার উপজেলা রিসোর্স টিম(ইউ আর টি) এর সকল সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
কর্মশালার আলোচ্য বিষয় ছিলো, গ্রাম আদালত ও এর বিচার ব্যবস্থা,মামলা পরিচালনার ধাপ সমূহ, ও গ্রাম আদালতের মধ্যে পার্থক্য, গ্রাম আদালতের ভিত্তি ও মামলার ধরণ, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত, দেওয়ানী ও ফৌজদারী মামলার ধারা সমূহ,গ্রাম আদালতের বিচার প্রক্রিয়া এবং বিভিন্ন রেজিষ্টার ও গ্রাম আদালতে ব্যবহৃত ফরম পূরণ বিষয়ক নানা দিক।