ঢাকা ০৬:২১ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
সংবাদ শিরোনাম ::
ইউক্রেনকে দ্বিখণ্ডিত করতে চান ট্রাম্প মার্চ ফর গাজা ফিলিস্তিনের জন্য কাঁদলেন লাখো মানুষ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক মোনাজাত করেন কোন দিকে মোড় নিচ্ছে লংমার্চ কর্মসূচি কোন পথ দিয়ে যাচ্ছে ‘মার্চ ফর গাজা’, শাহবাগে গাড়ি চলছে না, হেঁটে কর্মসূচিতে যাচ্ছে বিপুল মানুষ অবশেষে আলোচনা করতে ওমানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও ট্রাম্পের দূত ইসরাইলের সঙ্গে সব চুক্তি বাতিল ও সম্পর্ক ছিন্ন করতে মুসলিম নেতাদের প্রতি আহ্বান ফ্যাসিস্ট হাসিনার মুখাবয়বে আগুন, সিসিটিভির ফুটেজে যা দেখা গেল গাজায় ত্রাণ প্রবেশ যুদ্ধবিরতির সঙ্গে সংশ্লিষ্ট নয়: সৌদি পররাষ্ট্রমন্ত্রী মার্চ ফর গাজা’ শিরোনামে ভিন্নধর্মী এক প্রতিবাদ হতে যাচ্ছে মঠবাড়িয়া ইউ এন ওর বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে শিক্ষক পরিবার সহ সর্বস্তরের জনগণের মানববন্ধন কর্মসূচি পালিত হয় সকাল থেকেই লাখো মানুষের ঢল, পতাকা-টিশার্ট বিক্রির ধুম

কোন দিকে মোড় নিচ্ছে লংমার্চ কর্মসূচি কোন পথ দিয়ে যাচ্ছে ‘মার্চ ফর গাজা’, শাহবাগে গাড়ি চলছে না, হেঁটে কর্মসূচিতে যাচ্ছে বিপুল মানুষ

সিনিয়র বিশেষ প্রতিনিধি যারা হায়াৎ তথ্য ও ছবি ধারণে সাব্বির আহমেদ ম্যাস
  • আপডেট টাইম : ১১:৫৭:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • / ৭ ৫০০০.০ বার পাঠক

শাহবাগ এলাকায় আজ শনিবার দুপুরে
‘মার্চ ফর গাজা’ গণজমায়েত কর্মসূচিতে যোগ দিতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিপুল মানুষ সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যেতে শুরু করেছে। শাহবাগ ও আশপাশে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। এর মধ্যেই সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় জড়ো হয়েছে বিপুল মানুষ।

ফেসবুকে ‘মার্চ ফর গাজা’ নামে একটি ইভেন্ট পেজ তৈরি করেছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, বাংলাদেশ। এই পেজে সংগঠনটি পাঁচটি পয়েন্ট দিয়ে সোহরাওয়ার্দীতে প্রবেশের নির্দেশনা দিয়েছে।বাংলামোটর থেকে রমনা গেট দিয়ে, কাকরাইল মোড় থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের গেট দিয়ে, জিরো পয়েন্ট থেকে দোয়েল চত্বর হয়ে টিএসসি গেট দিয়ে, বকশিবাজার মোড় থেকে শহীদ মিনার হয়ে টিএসসি গেট দিয়ে এবং নীলক্ষেত মোড় থেকে মিছিল উদ্যানে ঢুকবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে।

মার্চ ফর গাজা কর্মসূচি কেন্দ্র করে কারওয়ান বাজারে সেনাবাহিনীর অবস্থান। আজ শনিবার দুপুরে
মার্চ ফর গাজা কর্মসূচি কেন্দ্র করে কারওয়ান বাজারে সেনাবাহিনীর অবস্থান। আজ শনিবার দুপুরে
সরেজমিনে দেখা গেছে, শাহবাগ এলাকায় কোনো গাড়ি চলছে না। শাহবাগ ও আশপাশ দিয়ে হেঁটে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছে মানুষ। টিএসসি এলাকা লোকে লোকারণ্য। তাঁদের হাতে নানা প্ল্যাকার্ড রয়েছে।

গণজমায়েতে যোগ দিতে নেত্রকোনা থেকে ভোর চারটার দিকে রওনা দেন ডিসি জামে মসজিদের ইমাম মুফতি বোরহান উদ্দিন। টিএসসিতে তাঁর সঙ্গে কথা হয় প্রতিবেদকের। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা সাধারণ মুসলিম এবং মানুষ হিসেবে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছি, আমাদের রাষ্ট্রেরও তেমনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

রাজধানীর আইডিয়াল কলেজ ধানমন্ডির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কানিজ কায়সার নিশা বলেন, ‘গাজায় গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবির প্রতি সংহতি জানাতে এসেছি। একজন মুসলিম হিসেবে এতে অংশগ্রহণ করার তাগিদে এসেছি।’

রামপুরা ব্রিজের নিচে ও আফতাবনগর মোড়ে শত শত মানুষের উপস্থিতি দেখা গেছে। ভাটারা, বসুন্ধরা, আফতাবনগর, রামপুরা এলাকায় অবস্থিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নিয়েছেন। তাঁরা সোহরাওয়ার্দী উদ্যানের দিকে রওনা হয়েছেন।

দুপুরে মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, বিজয় সরণি, ফার্মগেট, বাংলামোটর ও শাহবাগ এলাকা হয়ে খণ্ড খণ্ড মিছিল সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যেতে দেখা গেছে। পিকআপ ভ্যানে করে তরুণদের স্লোগান দিতে দিকে উদ্যানের দিকে যেতে দেখা গেছে।

মিছিল নিয়ে মার্চ ফর গাজা কর্মসূচিতে যাচ্ছেন তাঁরা,
তেজগাঁও ও খিলগাঁও এলাকায় প্রচুর মানুষকে ট্রেনের ছাদে চড়ে মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য আসতে দেখা গেছে।
তেজগাঁও এলাকায় ট্রেনের ছাদে চড়ে এভাবেই মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ দিতে আসতে দেখা সাজিদ হোসেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), হেফাজতে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন সংগঠন, ইসলামি বক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ইতিমধ্যে ‘মার্চ ফর গাজা’ শীর্ষক এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছেন। তাঁরা এই কর্মসূচির পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়েছেন। বেলা তিনটায় সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত হবে।

খিলগাঁও এলাকায় ট্রেনের ছাদে চড়ে মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ দিতে আসতে দেখা যায়ছবি: দীপু মালাকার
আয়োজকদের পক্ষ থেকে রাজনৈতিক প্রতীকবিহীন সৃজনশীল ব্যানার ও প্ল্যাকার্ড, শুধু বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহনের মাধ্যমে সংহতি প্রকাশ করার অনুরোধ জানানো হয়েছে। যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে সক্রিয় থাকা ও প্রতিরোধ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এই গণজমায়েত কর্মসূচি কেন্দ্র করে কারওয়ান বাজার ও বিভিন্ন এলাকায় সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়েছে।

শাহবাগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ বলেন, আমরা সতর্কতার অংশ হিসেবে ফিলিস্তিনের পতাকা ছাড়া অন্য পতাকা বহন করতে নিষেধ করছি।

বেলা ১১টার দিকে মেট্রোরেলেও যাত্রীদের প্রচুর ভিড় দেখা গেছে।

পরবর্তী দেখতে চোখ রাখুন দৈনিক সময়ের কন্ঠে

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

কোন দিকে মোড় নিচ্ছে লংমার্চ কর্মসূচি কোন পথ দিয়ে যাচ্ছে ‘মার্চ ফর গাজা’, শাহবাগে গাড়ি চলছে না, হেঁটে কর্মসূচিতে যাচ্ছে বিপুল মানুষ

আপডেট টাইম : ১১:৫৭:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫

শাহবাগ এলাকায় আজ শনিবার দুপুরে
‘মার্চ ফর গাজা’ গণজমায়েত কর্মসূচিতে যোগ দিতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিপুল মানুষ সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যেতে শুরু করেছে। শাহবাগ ও আশপাশে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। এর মধ্যেই সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় জড়ো হয়েছে বিপুল মানুষ।

ফেসবুকে ‘মার্চ ফর গাজা’ নামে একটি ইভেন্ট পেজ তৈরি করেছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, বাংলাদেশ। এই পেজে সংগঠনটি পাঁচটি পয়েন্ট দিয়ে সোহরাওয়ার্দীতে প্রবেশের নির্দেশনা দিয়েছে।বাংলামোটর থেকে রমনা গেট দিয়ে, কাকরাইল মোড় থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের গেট দিয়ে, জিরো পয়েন্ট থেকে দোয়েল চত্বর হয়ে টিএসসি গেট দিয়ে, বকশিবাজার মোড় থেকে শহীদ মিনার হয়ে টিএসসি গেট দিয়ে এবং নীলক্ষেত মোড় থেকে মিছিল উদ্যানে ঢুকবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে।

মার্চ ফর গাজা কর্মসূচি কেন্দ্র করে কারওয়ান বাজারে সেনাবাহিনীর অবস্থান। আজ শনিবার দুপুরে
মার্চ ফর গাজা কর্মসূচি কেন্দ্র করে কারওয়ান বাজারে সেনাবাহিনীর অবস্থান। আজ শনিবার দুপুরে
সরেজমিনে দেখা গেছে, শাহবাগ এলাকায় কোনো গাড়ি চলছে না। শাহবাগ ও আশপাশ দিয়ে হেঁটে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছে মানুষ। টিএসসি এলাকা লোকে লোকারণ্য। তাঁদের হাতে নানা প্ল্যাকার্ড রয়েছে।

গণজমায়েতে যোগ দিতে নেত্রকোনা থেকে ভোর চারটার দিকে রওনা দেন ডিসি জামে মসজিদের ইমাম মুফতি বোরহান উদ্দিন। টিএসসিতে তাঁর সঙ্গে কথা হয় প্রতিবেদকের। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা সাধারণ মুসলিম এবং মানুষ হিসেবে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছি, আমাদের রাষ্ট্রেরও তেমনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

রাজধানীর আইডিয়াল কলেজ ধানমন্ডির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কানিজ কায়সার নিশা বলেন, ‘গাজায় গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবির প্রতি সংহতি জানাতে এসেছি। একজন মুসলিম হিসেবে এতে অংশগ্রহণ করার তাগিদে এসেছি।’

রামপুরা ব্রিজের নিচে ও আফতাবনগর মোড়ে শত শত মানুষের উপস্থিতি দেখা গেছে। ভাটারা, বসুন্ধরা, আফতাবনগর, রামপুরা এলাকায় অবস্থিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নিয়েছেন। তাঁরা সোহরাওয়ার্দী উদ্যানের দিকে রওনা হয়েছেন।

দুপুরে মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, বিজয় সরণি, ফার্মগেট, বাংলামোটর ও শাহবাগ এলাকা হয়ে খণ্ড খণ্ড মিছিল সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যেতে দেখা গেছে। পিকআপ ভ্যানে করে তরুণদের স্লোগান দিতে দিকে উদ্যানের দিকে যেতে দেখা গেছে।

মিছিল নিয়ে মার্চ ফর গাজা কর্মসূচিতে যাচ্ছেন তাঁরা,
তেজগাঁও ও খিলগাঁও এলাকায় প্রচুর মানুষকে ট্রেনের ছাদে চড়ে মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য আসতে দেখা গেছে।
তেজগাঁও এলাকায় ট্রেনের ছাদে চড়ে এভাবেই মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ দিতে আসতে দেখা সাজিদ হোসেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), হেফাজতে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন সংগঠন, ইসলামি বক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ইতিমধ্যে ‘মার্চ ফর গাজা’ শীর্ষক এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছেন। তাঁরা এই কর্মসূচির পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়েছেন। বেলা তিনটায় সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত হবে।

খিলগাঁও এলাকায় ট্রেনের ছাদে চড়ে মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ দিতে আসতে দেখা যায়ছবি: দীপু মালাকার
আয়োজকদের পক্ষ থেকে রাজনৈতিক প্রতীকবিহীন সৃজনশীল ব্যানার ও প্ল্যাকার্ড, শুধু বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহনের মাধ্যমে সংহতি প্রকাশ করার অনুরোধ জানানো হয়েছে। যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে সক্রিয় থাকা ও প্রতিরোধ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এই গণজমায়েত কর্মসূচি কেন্দ্র করে কারওয়ান বাজার ও বিভিন্ন এলাকায় সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়েছে।

শাহবাগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ বলেন, আমরা সতর্কতার অংশ হিসেবে ফিলিস্তিনের পতাকা ছাড়া অন্য পতাকা বহন করতে নিষেধ করছি।

বেলা ১১টার দিকে মেট্রোরেলেও যাত্রীদের প্রচুর ভিড় দেখা গেছে।

পরবর্তী দেখতে চোখ রাখুন দৈনিক সময়ের কন্ঠে