মোংলায় সাংবাদিকদের সম্মানে শেখ ফরিদুল ইসলামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

- আপডেট টাইম : ০২:৫৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
- / ১২ ৫০০০.০ বার পাঠক
ওমর ফারুক : সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শেখ ফরিদুল ইসলামের উদ্যোগে শুক্রবার (২৮ মার্চ) মোংলা প্রেস ক্লাবে সাংবাদিকদের সম্মানে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শেখ ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত মোংলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আহসান হাবিব হাসান, মোংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হাসান গাজী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুর আলম শেখ, মোংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল হায়দার ইকবাল, মোংলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমুসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দরা।
অনুষ্ঠানে ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলেন এবং সুন্দরবনসহ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই ইফতার মাহফিলের মাধ্যমে আমরা তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চেয়েছি।”
ইফতার পূর্বে দেশ ও জাতির কল্যাণ এবং সুন্দরবন রক্ষায় বিশেষ মোনাজাত করা হয়। এতে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রশাসনিক কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে উপস্থিত সাংবাদিকরা সুন্দরবন রক্ষায় তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান।