শহীদ জসিম উদ্দিনের পরিবারের সাথে কথা বলে খোজ নিলেন জামায়াত আমীর

- আপডেট টাইম : ০৯:০৫:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
- / ২ ৫০০০.০ বার পাঠক
পটুয়াখালীতে ২৪ এর গণঅভ্যুত্থানের অন্যতম শহীদ জসিম উদ্দিনের মেয়ের শ্লীলতাহানিতার ঘটনায় পরিবারটির সাথে কথা বলে খোজ নিয়েছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান।
আজ বৃহস্পতিবার (২০ মার্চ) তার ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন তিনি।
তার ভেরিভায়েট ফেজবুক পেজে তিনি লিখেন-
শহীদ জসিম উদ্দিনের পরিবারের সাথে কথা বলার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। তাদেরকে সান্তনা দেয়ার ভাষা না থাকলেও সান্তনা দেয়ার চেষ্টা করেছি। তাদের এ কষ্টে আমরাও অংশীদার বলে তা বলেছি।
জালিমরা যত শক্তিশালীই হোক, খুঁটির জোর যাই হোক না কেন, তাদেরকে দ্রুত বিচারের আওতায় এনে কঠোর শাস্তি বিধানের দাবি জানিয়েছি এবং সকল প্রকার সহযোগিতা দেয়ার ব্যাপারে পরিবারকে কথা দিয়েছি।
রাব্বুল আলামীন আমাদের এই নির্যাতিত মেয়ে, তার মা, ভাই-বোন ও আপনজনদেরকে সবর করার তাওফিক দান করুন।
তাদের কষ্ট দূর করে লম্পটদের ওপর আল্লাহ তা’য়ালা তাঁর সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ করে দিন। আমীন।।
শ্লীলতাহানিতার ঘটনায় নিন্দা জানিয়ে অপর এক পোস্টে জামায়াত আমীর লিখেছেন-
পটুয়াখালীতে ২৪ এর গণঅভ্যুত্থানের অন্যতম শহীদ প্রিয় ভাই জসিম উদ্দিনের মেয়ের শ্লীলতাহানি করেছে যারা, তাদেরকে নিন্দা জানানোর ভাষা জানা নেই। যাদের আত্মত্যাগে নতুন এই বাংলাদেশ, তাদের পরিবার জাতির কাছে পবিত্র আমানত। সেই আমানতের গায়ে যারা হাত দেয়, তারা কার্যত জাতির কলিজাতেই হাত দিয়েছে।
আমরা দুষ্কৃতিকারীদের কঠোর শাস্তি দাবি করছি। পাশাপাশি এ ঘটনায় যারা সহানুভূতিশীল হবেন, তারা ঐ মেয়েটার প্রতি সহানুভূতি জানাতে গিয়ে যেন তাকে আরো বেশি ট্রমাটাইজ না করেন। কারণ দুষ্টু মানসিকতাসম্পন্ন লোকেরা মানুষের ইজ্জতের মূল্য বোঝে না। যারা একান্ত সহানুভূতি দেখাতে চান, তারা সর্বোচ্চ তাদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করতে পারেন।
সহানুভূতি প্রদর্শন তাদেরকে সাহস যোগাতে পারেন। আইনি লড়াইয়ে তাদের পক্ষে অবস্থান নিতে পারেন। কিন্তু মেয়েটিকে কোন অবস্থাতেই ট্রমাটাইজ করবেন না। আর এই কথাটি এ ধরনের সকল ক্ষেত্রেই প্রযোজ্য।