কালিয়াকৈরে পুলিশ পরিচয়ে মালামাল লুটের চেষ্টাকালে আটক ৪

- আপডেট টাইম : ০৯:৪২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
- / ৭৩ ১৫০০০.০ বার পাঠক
গাজীপুর জেলার কালিয়াকৈরে পুলিশ পরিচয়ে আলেশা মার্টের গোডাউন থেকে মালামাল লুটের চেষ্টার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ঠাকুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, উপজেলার ঠাকুরপাড়া এলাকার জাহাঙ্গীর হোসেন (৩৮), নেত্রকোনার সাইফুল উদ্দিন (৪০), পুরানা পল্টন এলাকার ফেরদৌস আহম্মেদ (২৯) ও উপজেলার ভান্নারা এলাকার তুষার মিয়া (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার ঠাকুরপাড়া এলাকায় আলেশা মার্টের গোডাউনে পুলিশ পরিচয় দিয়ে কয়েকজন দুর্বৃত্ত সাতটি পিকআপভ্যান নিয়ে প্রবেশ করে। পরে গোডাউনের বিভিন্ন মালামাল পিকআপভ্যানে তোলার সময় স্থানীয় লোকজন তাদের চারজনকে আটক করে কালিয়াকৈর থানায় খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাড়ির টহল দলের এসআই ফজলু ও এসআই সামাদ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে।