মোংলার কুমারখালীতে চাঁদার টাকা না দেওয়ায় বাড়ি ভাঙচুরের অভিযোগ

- আপডেট টাইম : ১১:১৬:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
- / ২৮ ৫০০০.০ বার পাঠক
মোংলার কুমারখালীতে চাঁদার টাকা না দেওয়ায় বাড়ি ভাঙচুর এবং স্বর্ণ অলংকার ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
মোংলা থানায় দায়ের করা একটি অভিযোগের মাধ্যমে জানা যায়, কুমারখালী ভাঙার মাথায় স্থায়ী বাসিন্দা মুন্নি আক্তার তার ভাই বোন পিতা-মাতা সাথে নিয়ে স্থায়ীভাবে বসবাস করে আসছে। কিন্তু চব্বিশের গণঅভ্যুত্থানের পর থেকে কুমারখালীর গাজী মইনুল ইসলাম মনু (৩৬) এর নেতৃত্বে মোঃ মোশারফ হোসেন বাঘা (৪৮)মোঃ বাহাদুর (২৪) মোঃ সোহেল (২৬) মোঃ এমাদুল খলিফা (৩৫) সহ এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী আমার কাছে দীর্ঘদিন ধরে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছে। আমি তাদের কথায় সাড়া না দেওয়ায় ঘটনার দিন ১৭ ফেব্রুয়ারী (২০২৫) গভীর রাতে আমার দরজায় নক করে। নাম জিজ্ঞাসা করতেই দরজায় আরো বেশি ধাক্কা মারে। এক পর্যায়ে তারা আমার ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে এবং আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। আমি দিতে অস্বীকৃতি জানালে। আমার ঘরের মধ্যে থাকা সকল আসবাবপত্র ভাঙচুর করে স্বর্ণলঙ্কার ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময়ে আমি বাধা দিলে তারা আমাকে মারধর সহ ছিলতাহানি চেষ্টা করে। আমি তাদের হাত থেকে বাঁচার জন্য ডাক চিৎকার শুরু করলে প্রতিবেশী কামরুলের স্ত্রী মুন্নি আক্তার সহ এলাকাবাসী ছুটে আসলে সন্ত্রাসীরা টাকা পয়সা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে গাজী মাইনুল ইসলাম মনুর কাছে জানতে চাইলে, তিনি এই বিষয়টি মিথ্যা,বানোয়াট,কাল্পনিক কাহিনী বলে দাবি করেন। তিনি আরো বলেন, পূর্ব শত্রুতার জের ধরে আমার বিরুদ্ধে এ ধরনের মিথ্যা অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে মোংলা থানার ওসি আনিসুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।