জামায়াতের কেন্দ্রীয় মানবসম্পদ বিভাগের বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন
![](https://somoyerkontha.com/wp-content/uploads/2024/10/FB_IMG_1727975776303.jpg)
- আপডেট টাইম : ০২:৪০:০৭ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
- / ০ ৫০০০.০ বার পাঠক
মানবসম্পদ বিভাগের কর্যক্রম বাস্তবায়নের মাধ্যমে আগামী দিনে দেশ পরিচালনার জন্য যোগ্যতাসম্পন্ন লোক তৈরি করতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, মানবসম্পদ বিভাগের কর্যক্রম বাস্তবায়নের মাধ্যমে আগামী দিনে দেশ পরিচালনার জন্য যোগ্যতাসম্পন্ন লোক তৈরি করতে হবে। এজন্য শাখা দায়িত্বশীল এবং ছাত্র সংগঠনের দায়িত্বশীলদের মধ্যে সমন্বয় করে কাজ করতে হবে। গত ৫ আগষ্ঠের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে জামায়াতে ইসলামীর জন্য কাজ করার ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে এবং এ সুযোগকে কাজে লাগাতে হবে।
তিনি ছাত্র প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, ছাত্ররা নিজেদের ক্যারিয়ার গঠনে মনযোগী হবে এবং মানবসম্পদের মূল কাজ তাদেরকেই করতে হবে।
আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় ওয়ামী ড্রীম হোমস কনভেনশন সেন্টারে কেন্দ্রীয় মানবসম্পদ বিভাগের বার্ষিক সম্মেলন/২৫ উপলক্ষ্যে প্রধান অতিথির বক্তব্যে শাখা মানবসম্পদ দায়িত্বশীল এবং ছাত্র প্রতিনিধিদের উদ্দেশ্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন, সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মানবসম্পদ বিভাগের সভাপতি এএইচএম হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, মানবসম্পদ বিভাগ সংগঠনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ। দেশ পরিচালনার জন্য সৎ, যোগ্য, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে মানবসম্পদ বিভাগের দায়িত্বশীলদের কে ভূমিকা পালন করতে হবে। বার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে এখন থেকে ময়দানে দায়িত্ব বাড়াতে হবে। সর্বোপরি মহান আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদেরকে দ্বীনি অনুভূতি নিয়ে কাজ চালিয়ে যেতে হবে।
উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি জনাব শফিকুল ইসলাম মাসুদ। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল।