আগামীর নির্বাচন আমাদের স্মরণকালের মডেল নির্বাচন করতে হবে.নির্বাচন কমিশনার ব্রিঃ জেনারেল (অবঃ) সানাউল্লাহ
- আপডেট টাইম : ১২:১৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
- / ১ ৫০০০.০ বার পাঠক
আগামী দিনের নির্বাচন আমাদের স্মরণকালের মডেল নির্বাচন করতে হবে। একটি মডেল নির্বাচন করতে হলে সর্বপ্রথম যে জিনিসটি প্রয়োজন সঠিক ও নিভূল ভোটার তালিকা প্রনয়ন। এই নির্বাচন কমিশন প্রথম সভাতেই সিদ্ধান্ত নেয় এবারের হালনাগাদ ভোটার তালিকা কার্যক্রমকে বাড়ী বাড়ী গিয়ে করবো। ২ ফেব্রুয়ারী রবিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচী উপলক্ষে সুপার ভাইজার ও নতুন ভোটারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আবুল ফজল মোঃ সানাউল্লাহ উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, নির্বাচন কবে হবে তা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। ভবিষ্যতে যে নির্বাচন হবে তা স্বচ্ছ, বিতর্কহীন, অংশগ্রহন মূলক, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এইসব করতে হবে নির্বাচন ব্যবস্থাকে সঠিক ভাবে। আমরা জাতি হিসাবে, বাংলাদেশী হিসাবে এর কোন বিকল্প নেই।
উপজেলা নির্বাচন অফিসার পারভেজ মোশারফ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনারের একান্ত সচিব জাকির হাসান, আঞ্চালিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুল মোতালেব, উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, অফিসার ইন চার্জ (ওসি) হাবিবুর রহমান সহ বিভিন্ন সরকারী দপ্তর প্রধান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচীর সুপারভাইজারগণ।