জাতীয় পরিচয়পত্র জালিয়াতিরদায়ে জগন্নাথপুরের নির্বাচন কর্মকর্তা ও কর্মচারী জেল-হাজতে
![](https://somoyerkontha.com/wp-content/uploads/2024/10/FB_IMG_1727975776303.jpg)
- আপডেট টাইম : ১২:১৭:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
- / ২৩ ৫০০০.০ বার পাঠক
বিশেষ প্রতিনিধিঃ-সুনামগঞ্জ জেলার প্রবাসী অধ্যাসিত জগন্নাথপুর উপজেলায় দীর্ঘদিন যাবত প্রবাসী ও উপজেলার সহজ-সরল লোকদেরকে জিম্মি করে বিপুল পরিমাণ উৎকোচের বিনিময়ে বৈধকে অবৈধ আর অবৈধকে বৈধ করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি)প্রদান,তথ্যে সংযোজন-বিয়োজন,বায়োমেট্রিক জাল-জালিয়াতিসহ বিস্তর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও এক কর্মচারীকে পুলিশে সোপর্দ করেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।
২৭ (নভেম্বর)সোমবার মধ্যরাতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে নিজ অফিস থেকে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃমুজিবুর রহমান (৫১) ও ডাটা এন্ট্রি অপারেটর জুবায়ের আলম (৩৯) কে গ্রেফতার করা হয়।
২৮ (নভেম্বর) মঙ্গলবার গ্রেফতারকৃত কর্মকর্তা ও কর্মচারিকে সুনামগঞ্জ বিজ্ঞ-আদালতের মাধ্যেমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে,২৭ (নভেম্বর)সোমবার বিকেলে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন সচিবালয় হতে মোঃতকদির আহমেদ উপ-পরিচালক
(নিবন্ধন ও প্রবাসী) ও আমিনুল ইসলাম সহকারী প্রোগ্রামার (তথ্য ব্যবস্থাপনা) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের নেতৃত্বে একটি তদন্তকারী দল জগন্নাথপুর উপজেলা নির্বাচন কার্যালয়ে আসেন।
এ-সময় তদন্ত কার্যক্রমে বিভিন্ন এনআইডির তথ্য-উপাত্ত বিকৃত ও অফিসের নথিপত্র বিনষ্ট করাসহ এনআইডি সংক্রান্তে তথ্য সংযোজন-বিয়োজন এবং বায়োমেট্রিকসহ জাল- জালিয়াতির প্রচুর প্রমাণ পান ওই কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে।
পরে ঢাকা থেকে আসা তদন্তকারী কর্মকর্তারা থানায় খবর দিয়ে দুর্নীতিবাজ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃমুজিবুর রহমান (৫১) ও ডাটা এন্ট্রি অপারেটর জুবায়ের আলম (৩৯) কে পুলিশের হাতে হস্তান্তর করেন।
এ-ব্যাপারে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক মোঃ রুহুল আমীন জানান,উপজেলা নির্বাচন অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী হওয়া সত্বেও জালিয়াতির মাধ্যমে এনআইডি তৈরির বিষয়ে সত্যতা পাওয়ায় সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা বাদী হয়ে মুজিবুর রহমান (৫১) কার্যালয়ের ডাটা এন্ট্রি অপারেটর জুবায়ের আলম (৩৯) এবং অবৈধ পন্থায় এনআইডি তৈরিকরণেরদায়ে যুক্তরাজ্য প্রবাসী সাদিকুর রহমান, তানভীর হাসান,ও মোহাম্মদ লিটন আহমেদসহ মোট ৫ জনকে আসামি করে জগন্নাথপুর থানায় জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০১০ এর ১৪, ১৫, ১৬, ১৭,১৮ এবং ভোটার তালিকা আইন ২০০৯ এর ১৮ ও ২০ ধারাঃ মোতাবেক ২৮/০১/২০২৫খ্রিঃ জগন্নাথপুর
থানায় নিয়মিত মামলা রুজু দেখিয়ে অভিযুক্ত আসামি মুজিবুর রহমান ও জুবায়ের আলমকে মঙ্গলবার বিজ্ঞ-আদালতের মাধ্যেমে সুনামগঞ্জ জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।