টাঙ্গাইলে ফেসবুক ও ইউটিউবার আলমগীরগং গোজবে ব্যস্ত!

- আপডেট টাইম : ০৩:৫৭:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
- / ৭৬ ৫০০০.০ বার পাঠক
টাঙ্গাইলের গুজবরটনাকারী ফেসবুক ও ইউটিউবার আলমগীরগং ব্যস্ত মিথ্যা প্রচারে।
শহীদ বিপ্লব হত্যা মামলার আসামি আ’লীগ-জাপা নেতা মোজাম্মেলগং এর পক্ষে প্রচারসহ সাহসী সাংবাদিক ও মানবাধিকার কর্মী লাবু খন্দকার কে জড়িয়ে সম্প্রতি গ্রেফতার এর নাটকীয় মিথ্যা তথ্য ফেসবুক ইউটিউব এ প্রচার চালাচ্ছে বাটপার আলমগীর গংরা। এমনকি মানবাধিকার সংস্থার চেয়ারম্যান কেরামত আলীকে মুঠোফোনে মিথ্যা তথ্য দেয়া হচ্ছে জাতীয় দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার সমগ্র বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত মফস্বল সম্পাদক লাবু মিয়ার বিরুদ্ধে।
এ প্রকৃত তথ্য ফাঁস হবার পর বিতর্কিত ইউটিউবার
আলমগীর গংরা সর্বমহলের নিকট ঘৃনার পাত্র হয়েছেন।
মানবাধিকার সংস্থার ভাইস চেয়ারম্যান আবুল হাশেম দূর্জয় জানান, মানবাধিকার জেলা কমিটি টাঙ্গাইলের রফিক যে জেলা কমিটি দেখিয়েছে তা আগের, লাবু মিয়াকে চেয়ারম্যান কর্তৃক নতুনভাবে পদ দেওয়া হয়েছে।
এটা রফিক না জেনে কিছু ইউটিউবার এর কাছে সাক্ষাৎকার দিয়ে বিতর্ক সৃষ্টি করেছে।
সাংবিধানিক বিধান অনুযায়ী লাবু মিয়া কে আমাদের সংস্থার চেয়ারম্যানও পদ থেকে সড়াতে পারবেনা। তিনি স্বপদে বহাল তবিয়তে থাকবে।
তাছাড়া, তিনি আদালতে শহীদ বিপ্লব হত্যা মামলায় বাদী হয়েছেন আদালত তা গ্রহণ করেছে।
এতে তিনি প্রমাণ-যুক্তি সাবমিট করেই করেছেন।
তিনি আরও জানান, ফেসবুক-ইউটিউবে যারা লাবু মিয়ার বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে তারা আইনের কাছে দোষী সাব্যস্ত হবে।