জুলাই – আগস্ট গনঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের পূনর্বাসন, রাষ্ট্রীয় সম্মাননা, মাসিক ভাতা ও সু- চিকিৎসার দাবিতে মানববন্ধন
- আপডেট টাইম : ০৩:২০:৫৭ অপরাহ্ণ, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫
- / ১ ৫০০০.০ বার পাঠক
জুলাই আগস্টের গনঅভ্যুত্থানে সম্মুখসারির আহত ছাএ জনতার সু – চিকিৎসার ব্যবস্থা করা হয় নি। মেডিক্যালে বিছানায় এখনো কেন পড়ে থাকতে হচ্ছে গনঅভ্যুত্থানের ছাএরা। আজ ১২ই জুলাই ২০২৫ ইং রোজ রবিবার সকাল ১১ টায় জুলাই আগস্টের ছাএ জনতার আহতদের সু – চিকিৎসা ও নিহতদের পরিবারের রাষ্ট্রীয় সম্মাননা ও মাসিক ভাতা দাবিতে মানববন্ধন করেন ছাএ জনতা। ৫ই আগস্টে যারা নিহত হয়েছিল তাদের কোন পরিবার এখনো কোন সহযোগিতা পায়নি। তাদের সহায়তা প্রদান করার কথা দিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডাঃ ইউনুস। জুলাই ফাউন্ডেশন নাকি নিহতদের পরিবার কে ১ লাখ থেকে ৫ টাকা পর্যন্ত দিচ্ছে। কিন্তুু জুলাই আগস্টে যারা নিহত হয়েছিল তাদের মধ্যে কেউ এখনো কোন সহযোগিতা পাচ্ছে না জুলাই ফাউন্ডেশন থেকে। ছাএ জনতা এই জুলাই ফাউন্ডেশন এর সংস্কার করার দাবি জানাচ্ছি।
জুলাই আগস্টে যারা নিহত হয়েছিল তাদের কোন লিস্ট হয়নি। কোন এলাকায় কতজন ছাএ নিহত হয়েছে তা এখনো রয়েছে অজানা। এ বিসয়ে উপদেষ্টাদের ভূমিকা পালন করার কথা ছিল। নিহতদের লিস্ট ও তাদের পরিবারের এখন আর কেউ কোন খবর নিচ্ছে না। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা হয়নি এখনো মেডিকেলে পড়ে রয়েছে তাদের রক্ত দিয়ে ২০২৪ স্বাধীন হলেও তাদের কোন খবর নিচ্ছে না সরকার। জুলাই আগস্টে আহত ও নিহতদের সকল দাবি নিয়ে ঢাকা প্রেসক্লাবে ছাএ জনতার মানববন্ধন কর্মসূচি পালন হয়।