বাবা ছিল আওয়ামী লীগ ছেলে যুবলীগের নেতা কে এই মামুন চৌধুরী তারা এই বিগত দিনে কোটার দালালি কড়ে গেছেন এবং ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা পেতে রাষ্ট্র প্রধানের কাছে অভিযোগ
- আপডেট টাইম : ১২:৪০:২৮ অপরাহ্ণ, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫
- / ১ ৫০০০.০ বার পাঠক
নিজস্ব প্রতিবেদক
কখনো ওবায়দুল কাদেরের ভাই কখনো ছেলে যুবলীগের নেতা হিসাবে বিভিন্ন অসহায় মানুষের সাথে ক্ষমতা ক্ষমতা অপব্যবহার করে আসছিল আজ তারা সেই দাপটি ভূমি ছাড়ছেন না অসহায় পরিবারদের এখনো মারার হুমকি দিয়ে যাচ্ছেন দিন দিন।
এই ঘটনা ঢাকা জেলার খিলগাও ত্রিমোহনী পশ্চিম পাড়া ঢাকা (১২১৯) অন্চলের হতদরিদ্র আক্কাস আলীর নিজ সম্পত্তি ভূমিদস্যু রা দখল নেওয়ার পায়তারা করছেন, আক্কাস আলী নিরুপায় হয়ে আইনের প্রতি সম্মান জানিয়ে মাননীয় সরাষ্ট্র মন্ত্রী বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগে উল্লেখ্য করেন তিনি একজন অশিক্ষিত লোক পেশায় গাড়ীর চালক তাহার পৌত্রিক সম্পত্তি দখলের পায়তারা করছেন একটি ভূমিদস্যু কুচক্রীমহল, অসহায় আক্কাস আলী বলেন বিগতদিনে উক্ত সম্পদের উপরে আমার বিরুদ্ধ আদালতে একটি মামলা দায়ের মেঃ আক্কাছ আল
করেন, আদালতের বিজ্ঞ বিচারক চুড়ান্ত পর্যবেক্ষন পূর্বক রায়টি আমার স্বপক্ষে রায় প্রদান করেন, তার পরেও নামধারী দানব সাংবাদিক দিয়ে গত ০৩ ই ফেব্রুয়ারী ২০২৩ আমার ব্যবহৃত ০১৭৬২১৫৫৫৮৩ নং এ এই নং এ ০১৭৮৪৩৯৪২৩০ মোবাইলে ফোনে কল করিয়া আমাকে জীবনে মেরে ফেলার হুমকি প্রদান করেন, জীবনে মেরে ফেলার হুমকি প্রদানের কথা চিন্তা করে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে.০৬/০২/২০২৩ খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করি যাহার জিডি নং (৪৬৮) ডায়েরি করে বাড়ি ফেরার পথে রাত্র ১১ টা ২০ মিনিটে তারা সঙ্গাবদ্ধ হয়ে
টী ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা পেতে আমাকে প্রকশ্য হুমকি প্রদান করেন, তারা বলেন আমাদের ক্ষমতা তোর জানানাই তুই যদি ডায়েরি না তুলে নিশ, তাহলে আমরা তোর ও তোর পরিবার। কে জানে মেরে দিব, আমাকে হুমকি দেওয়ার মূল নায়ক হলো মামুনুর রশীদ,সে কখনও সাংবাদিক কখনো পুলিশ কখনো ডিবি পুলিশের ভয়ভীতি কখনো মন্ত্রী মিনিষ্টারে আত্মীয় পরিচয়ে ভয়ভীতি প্রদর্শন করছেন, বর্তমানে আমার বাড়ির পূর্ব পার্শে একটি জমি আছে যাহা পূর্বে পুকুর ডোবা ছিলো, উক্ত জায়গায় আমার একটি বসত ঘর ছিলো কিন্তু গত ১৮/১১/২০২১ রাত্র অনুমান ২ টা ত্রিশ মিনিটে ভূমিদস্যু রা দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে আমার – বাড়িতে হামলা করে আমার বসত বাড়িটি জোর করে ভাংচুর করে নিয়ে যায়, এবং ভুমিদস্যু রা আমাকে মেরে ফেলার হুমকি প্রদান করেন, তখন আমার ■ পরিবারের লোকজন এর চিৎকারে এলাকাবাসীরা বের হলে উক্ত, ভূমিদস্যু রা পলায়ন করেন, উক্ত বিষয়ে স্থানীয় থানায় আমি একটি ফৌজদারী মামলা ■ দায়ের করি, উক্ত মামলা থেকে আসামীরা জামিনে মুক্ত হয়ে আমাকে পূর্বের ন্যায় মামালা তুলে নেওয়ার হুমকি প্রদান করেন আমি মামলা না তুলে নিলে ৪ আসামীরা আমাকে ও আমার পরিবার কে যেকোনো মুহুর্তে রক্তক্ষয়ি সংঘর্স সহ জানমালের ক্ষতি সাধান করতে পারে, উক্ত বিষয়টি তদন্ত পূর্বক এ ভূমিদস্যুদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তিদিতে ও তাদের কবল থেকে রক্ষা পেতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন এলাকাবাসী সহ সুধী ও সমাজেক । সময়ের অনুসন্ধানের চোখ রাখু