হিলফুল-ফুযুল যুবসংঘের শীতবস্ত্র বিতরণ কর্মসূচী সম্পন্ন
- আপডেট টাইম : ০৫:১৮:৫৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫
- / ৩ ৫০০০.০ বার পাঠক
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা
মধ্য অষ্টগ্রাম(রায়পাড়া) সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে’দালানহাটি হিলফুল-ফুযুল যুব সংগঠনের উদ্যোগে আজ ০৭/০১/২০২৫ খ্রি:,রোজ:মঙ্গলবার সকাল ১১.৩০ মিনিট।
মধ্য অষ্টগ্রাম দালান হাটি হিলফুল ফুযুল যুব সংঘের প্রতিষ্ঠাতা- সভাপতি মাওলানা ক্বারী নিজাম উদ্দিন আশরাফী’র সভাপতিত্বে গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৩নং সদর ইউনিয়ন চেয়ারম্যান ‘সৈয়দ ফায়াজ হাসান বাবু এবং বিশেষ অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত অষ্টগ্রাম উপজেলার সাধারণ সম্পাদক ‘মাওলানা কাজী জসিম উদ্দিন সিদ্দিকী আশরাফী। মাও: রফিকুল ইসলাম আশরাফী,সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, অষ্টগ্রাম উপজেলা।
মধ্য অষ্টগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ‘আতিকুর রহমান, জনাব,আল আমিন মিয়া,জনাব, আব্দুস সালাম, জবাব, আব্দুল হামিদ, মো: ইউসুফ। আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক,অজিদ খন্দকার, অর্থ সম্পাদক, মো: অন্তর মিয়া,সদস্য, মো: শাজাহান মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
বক্তারা তাদের বক্তব্যে সংগঠনটির ভূয়সী প্রশংসা করে বলেন, প্রতি বছরের ন্যায় এবছর ও অষ্টগ্রামে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে। সংগঠনটি প্রতিবছর ওয়াজ মাহফিল, অসহায়দের সহযোগিতা, রোগীদের দেখাশোনা, রমজানে ইফতার করানো-সহ বিভিন্ন কর্মসূচী পালন করেন, সত্যিই তারা প্রশংসার দাবিবার। তারা আরো বলেন, অবাক করা বিষয় হলো, অন্যদের কাছে হাত না পেতে শুধু সংগঠনের সদস্যরা মিলেই এসব কর্মসূচীর ব্যয়ভার বহন করে থাকে। কেউ কেউ আবার সংগঠনটির সদস্য হওয়ার আগ্রহও প্রকাশ করেছেন। পরিশেষে তারা সংগঠনটির পাশে দাঁড়াবেন বলে উল্লেখ করেন।
সভার সভাপতি, মাওলানা ক্বারী নিজাম উদ্দিন আশরাফী তার সমাপনী বক্তব্যে বলেন,
শীতকাল কিছুটা কষ্টের। তবে গরিব-দুস্থ মানুষের জন্য আরো দুর্বিষহ। অনেকের শীতের পোশাক তো দূরে থাক, সামান্য কাপড়টুকু ও নেই। সব বয়সী মানুষ এই তীব্র শীতে বহু কষ্টে আছে। তাই শীতবস্ত্র বিতরণের মাধ্যমে অসহায়ের পাশে দাঁড়ানোর সময় এখনই।
ধীরে ধীরে বাড়ছে শীত। দিনভর ঘন কুয়াশায় অনেক সময় সূর্যও দেখা যায় না। হিমলে হাওয়ায় শীতের তীব্রতা বাড়াচ্ছে প্রতিনিয়ত। কনকনে এই শীতে বস্ত্রহীন অসহায় মানুষের ভোগান্তি চরমে। তাই সাধ্যমতো শীতবস্ত্র দিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো খুবই জরুরি। বস্ত্রহীন মানুষকে শীতবস্ত্র দানও ইবাদত। তাতে মহান আল্লাহ মানুষকে পুরস্কৃত করবেন বলে ঘোষণা দিয়েছেন স্বয়ং নবিজী।
মানবসেবা করাই আমাদের মূল লক্ষ্য। আমরা সবসময় চেষ্টা করি গরিব-অসহায় মানুষের পাশে থাকার জন্য। আমাদের সহযোগিতা সীমাবদ্ধ। কিন্তু দেশের গরিব-অসহায় মানুষের সংখ্যা বেশি। আমরা চায় এলাকার পিছিয়ে পড়া মানুষ সচ্ছল হোক, স্বাবলম্বী হোক।
আলোচনার শেষে
প্রায় দু’শতাধিক পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।ভবিষ্যতে ও আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে, ইনশা’আল্লাহ।