প্রিন্স ফিলিপের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

- আপডেট টাইম : ০৪:০২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১
- / ৩৭৪ ১৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্ট।।
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রপতি এক বার্তায় ডিউক অব এডিনবরার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বলে বঙ্গভবন থেকে জানানো হয়েছে।
পৃথক বার্তায় প্রিন্স ফিলিপের মৃত্যুতে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়াত প্রিন্স ফিলিপের আত্মার শান্তি কামনা করেন এবং শোকার্ত রাজপরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী ৯৯ বছর বয়সী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের মৃত্যুর খবর শুক্রবার বাকিংহাম প্যালেস থেকে ঘোষণা করা হয়।
অসুস্থ প্রিন্স ফিলিপকে গত ১৬ ফেব্রুয়ারি কিং এডওয়ার্ড হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
হৃদযন্ত্র পরীক্ষার জন্য পরে তাকে আরেকটি হাসপাতালে সাতদিন রাখা হয়। সেখানে সফলভাবে তার হৃদযন্ত্রের পরীক্ষা ও চিকিৎসা হয় বলে জানিয়েছিল বিবিসি।
প্রায় এক মাসের চিকিৎসা শেষে গত মাসের মাঝামাঝি হাসপাতাল ছেড়েছিলেন তিনি।
১৯৪৭ সালে প্রিন্সেস দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে তার বিয়ে হয়। তার প্রায় পাঁচ বছর পর রানি হন দ্বিতীয় এলিজাবেথ। এ দম্পতির চার সন্তান।