নবীনগর থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারি গ্রেফতার।
- আপডেট টাইম : ০৯:৪৭:৪৭ পূর্বাহ্ণ, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
- / ৮ ৫০০০.০ বার পাঠক
৩০ ডিসেম্বর: ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউনিয়ন লহড়ি গ্রামে গতকাল রাতে পুলিশের অভিযানে জুয়ার আসর ভেঙে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
তাদের কাছ থেকে নগদ ৩৬,৯৪০ টাকা, ৫২টি খোলা ও ৬ বান্ডেল তাস জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রাত ১টা ৪৫ মিনিটে এসআই মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি দল মামুন নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায়।
ওই বাড়িতে জুয়া খেলার অভিযোগ পাওয়া গিয়েছিল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জুয়ার আসর ভেঙে ৭ জনকে আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন
হাসান মিয়া (পিতা-মৃত মোনাফ মিয়া)
মোকাদ্দেছ (পিতা-মৃত সামছুল হক বেপারী)
রবিউল আওয়াল (পিতা-মোঃ আরজু মিয়া)
মোঃ নাহিদ (পিতা-মৃত ফারুকুল ইসলাম)
ছবির মিয়া (পিতা-মৃত আব্দুর রহিম)
মোঃ জামাল (পিতা-মৃত ফুলচান মিয়া)
মোঃ হৃদয় (পিতা-মোঃ শাহ আলম)
এ ঘটনায় নবীনগর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
এলাকাবাসী পুলিশের এই তৎপরতার প্রশংসা করেছেন।
নবীনগর থানার অফিসার ইনচার্জ রাজিব চৌধুরী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, নবীনগরে জুয়ার প্রকোপ বেড়ে চলেছে। পুলিশ এ বিষয়ে সতর্ক রয়েছে এবং জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
নবীনগরে জুয়ার কারণে অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। পুলিশের এই ধরপাকড় এলাকাবাসীর জন্য স্বস্তির বার্তা বয়ে এনেছে। আশা করা যায়, পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জুয়ার প্রকোপ কমবে।
সাধারণ মানুষের দাবি নবীনগর বিভিন্ন ইউনিয়নে জুয়ারেরা রাতে জোয়ার বোর্ড বসায় দিনে তারা বিভিন্ন অন্যায় কাজ করেন চুরি ডাকাতি ছিনতাই ইত্যাদি।