ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতে অবৈধ মোটরসাইকেল জব্দ ও জরিমানা
- আপডেট টাইম : ০৪:২৩:৩২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
- / ২ ৫০০০.০ বার পাঠক
পাবনার ভাঙ্গুড়ায় মটরযান নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমান আদালত বসিয়ে এলাকার ফিটনেজ বিহীন মোটর সাইকেল জব্দ ও জরিমানা আদায় করেছে স্থানীয় নির্বাহী আদালত।
বৃহস্পতিবার (২৭ডিসেম্বর)সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত সদরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড বটতলা মোড়ে মটরযান নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৮টি মামলায় ৩ হাজার টাকা জরিমানা ও ফিটনেজ বিহীন মটর সাইকেল জব্দ করেন, ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সজিকিউটি ম্যাজিস্টেট মোছাঃ তাসমিয়া আকতার রোজি। এ সময় ভ্রাম্যমান আদালতে সহযোগিতায় ছিলেন, ভাঙ্গুড়া থানার উপসহকারী -পুলিশ পরিদর্শক মোঃ আব্দুর রাজ্জাকের পরিচালনায় একদল চৌকষ পুলিশ সদস্যসহ ভাঙ্গুড়া আনসার বাহিনীর কিছু সদস্য সহকারী কমিশনার(ভূমি)ও নির্বাহী ম্যাজিস্টেট তাসমিয়া আক্তার রোজী জানান, সড়ক পরিবহন নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৪ অনুচ্ছেদের ৬৬ ধারা লঙ্গন কারীদের বিরুদ্ধে এ ভ্রাম্যমান আদালত আব্যহৃত থাকবে।