চাঁদপুরে জাহাজ ডাকাতিতে নিহত মহম্মদপুরের দুই যুবক পরিবার ও স্বজনদের আহাজারিতে দুই গ্রামে শোকের মাতম
- আপডেট টাইম : ০৪:৩৮:৫৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
- / ২ ৫০০০.০ বার পাঠক
মাগুরার মহম্মদপুরের দুইটি গ্রামে গত দুইদিন ধরে চলছে শোকের মাতম। উপজেলার পলাশবাড়ীয়া ও চর যশোবন্তপুর গ্রামের দুইটি পরিবারের সদস্য ও স্বজনদের কান্না এবং আহাজারিতে আকাশ-বাতাস ভারি হয়ে উঠছে। গত সোমবার (২৩ ডিসেম্বর) এম ডি আল বাখেরা নামক একটি লোড জাহাজ মেঘনা নদীর চাঁদপুর জেলার হরিনাঘাট এলাকায় পৌছালে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় জাহাজে থাকা আটজন শ্রমিককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে ডাকাত দল। নিহত আটজনের মধ্যে মহম্মদপুরের দুইজন যুবক। একজন পলাশবাড়ীয়া ইউনিয়ন ও গ্রামের দাউদ মোল্যার ছেলে সজিবুল ইসলাম। আপরজন একই ইউনিয়নের চর যশোবন্তপুর গ্রামের আনিস মোল্যার ছেলে মাজেদুল ইসলাম।
নিহত সজিবুল ও মাজেদুল এর মৃত্যুর খবর এলাকায় পৌছালে পরিবারের সদস্য ও স্বজনদের কান্না এবং আহাজারিতে আকাশ-বাতাস ভারি হয়ে উঠছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার নিজ নিজ এলাকায় গিয়ে নিহত দুই পরিবারের লোকজন ও স্বজনদের হৃদয় বিদারক কান্না আর আহাজারি দেখতে পাওয়া যায়।
সুত্র জানায়, চাঁদপুর জেলার মেঘনা নদীর মাঝের চর হরিনা বয়ার অপজিট সাইটে জাহাজটি পৌছালে ভয়াবহ এই ডাকাতির ঘটনা ঘটে। এ সময় জাহাজে থাকা আটজন শ্রমিকে ডাকাত দল কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। পরে কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশ এসে মরদেহ উদ্ধার করে, উদ্ধার হওয়া মরাদেহের মধ্যে দুইজন মাগুরার মহম্মদপুরের। উদ্ধারকৃত আটটি লাশের মধ্যে উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের চর যশোবন্তপুর গ্রামের একটি এবং একই ইউনিয়নের পলাশবাড়ীয়া গ্রামের একটি।
সরেজমিনে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে গিয়ে দেখাগেছে, পরিবারের সদস্য ও স্বজনদের কান্নার রোল এবং আহাজারিতে আকাশ-বাতাস ভারি হয়ে ওঠে। দুইটি গ্রামে চলছে শোকের মাতম। প্রতিবেশি ও আগত শ’ শ’ মানুষও শোকে কাতর হয়ে পড়েন। সজিবুল ইসলাম ও মাজেদুল ইসলামের পরিবারের সদস্য ও স্বজনরা শোকে পাগলপ্রায়। কেউ কেউ মুচ্র্ছা যাচ্ছেন। অনেকে অসুস্থ হয়ে পড়ায় স্থানীয় চিকিৎসক তাদের চিকিৎসা দিচ্ছেন। সে এক হৃদয় বিদারক দৃশ্য। নিহত দুই ব্যক্তি পরিবারের উপার্জনক্ষম ছিলেন। তারা দরিদ্র পরিবারের সদস্য। বাবা, মা ছেলেকে হারিয়ে, স্ত্রী সন্তান হারিয়ে, সন্তানেরা বাবা হারিয়ে এবং স্বজনেরা স্বজন হারিয়ে বাবরুদ্ধ হওয়ার উপক্রম। এসকল পরিবারের সদস্য ও স্বজনদের সান্তনা দেওয়ার ভাষা খঁুজে পাবার মত নয়।