কর্মী সম্মেলনকে স্বাগত জানিয়ে মতিঝিল থানা জামায়াতের মিছিল

- আপডেট টাইম : ০৫:১০:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
- / ৭৪ ১৫০০০.০ বার পাঠক
বাংলাদেশ জামায়াতে ইসলামী মতিঝিল থানা শাখার আগামী ২৫ ডিসেম্বর(বুধবার) সম্মেলনকে সামনেরেখে স্বাগতম মিছিল করে মতিঝিল থানা জামায়াত।
মিছিলটি মতিঝিল আরামবাগ পুলিশবক্স থেকে শুরু করে কমলাপুর, আইডিয়াল কলেজ, এজিবিকলোনি কাঁচাবাজারহয়ে টিএনটি মাঠে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন মতিঝিল উত্তর থানা শাখার সম্মানিত আমির এস এম শামসুল বারী, শাখা সেক্রেটারি রবিউল ইসলাম, শাখা অর্থ সম্পাদক আলমগীর হোসেন আকাশ, অফিস সম্পাদক হাফিজ উল্লাহ খাঁন, প্রকাশনা সম্পাদক সানাউল্লা গাজী এবং থানা কর্মপরিষদ সদস্য সদস্যবৃন্দ।
উক্ত স্বাগতম মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে থানা সেক্রেটারি রবিউল ইসলাম তার আলোচনায় বলেন; বিগত খুনি হাছিনা সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামীকে তাদের রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করেছে।আমাদেরকে প্রকাশ্যে সভা সমাবেশ করতে দেয়া হয়নি।তাই আমরা মেহনতি মানুষের পাশে এসে দাঁড়াতে পারিনি।ইনশাআল্লাহ এখন সুযোগ হয়েছে আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশের সকল শ্রেণী পেশার মানুষদেরকে সাথে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করবে ইনশাআল্লাহ।
জামায়াতে ইসলামী জনগণের পাশে আছে ইনশাআল্লাহ আগামীতেও থাকবে।