কালিয়াকৈরে নীট এশিয়া কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
- আপডেট টাইম : ০২:২৫:২৭ অপরাহ্ণ, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
- / ১ ৫০০০.০ বার পাঠক
গাজীপুর জেলার কালিয়াকৈরের সফিপুর কাঠালতলা এলাকায় নীট এশিয়া গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার(২৩ ডিসেম্বর) দুপুরে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কারখানার শ্রমিকরা জানান, কারখানার জুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কারখানার শ্রমিকরা আতঙ্কে ছুটোছুটি করে কারখানার বাহিরে বেড়িয়ে যায়।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে, আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।
অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়েছেন কিনা, তা নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন ।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা রায়হান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।