দখলদারিত্বের জের দরে লক্ষ্মীপুরে বিএনপি’র দুই গ্রুপের সংর্ঘষ। আহত-১৫
- আপডেট টাইম : ১১:৫৬:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
- / ৩৪ ৫০০০.০ বার পাঠক
লক্ষ্মীপুরের রায়পুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় দলীয় কার্যালয়, বসতঘর ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ১২টা থেকে শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল পর্যন্ত থেমে থেমে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট ও বাবুরহাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতরা হলেন শফিক রাঢ়ি, লিটন রাঢ়ি, তাহমিনা বেগম, সানু বেগম, গণি রাঢ়ি, মিজান খাঁন, কবির হোসেন, বিল্লাল হোসেন ও জিহাদসহ ১৫ জন। এখনো দু’পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্টের পর মেঘনার চর, মাছঘাট, বাজার, কাঁচামালের আড়ত নিয়ে উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির মধ্যে দুটি পক্ষের সৃষ্টি হয়। একটি পক্ষের নেতৃত্ব দেন উপজেলা কৃষক দলের সদস্যসচিব শামিম গাজী ও অপর পক্ষের নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপি নেতা ফারুক কবিরাজ।
এলাকায় দলীয় প্রভাব বিস্তার নিয়েই মূলত তাদের মধ্যে অন্তঃকোন্দলের সৃষ্টি হয়। এর জের ধরে বৃহস্পতিবার সকালে মেঘনার পাড়ের চান্দারখালের এলাকায় উপজেলা কৃষকদলের সদস্যসচিবের টেবিলের পাশের ব্যানার ছিড়ে ফেলেন খাসেরহাট এলাকার বিএনপির কর্মী ফারুক গাজি। এ নিয়ে শামিম গাজির নেতৃত্বে তার অনুসারীরা খাসেরহাট বাজারে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালায়। এরপর ফারুক কবিরাজের নির্দেশে শামিম গাজীর অফিস ভাঙচুর করা হয়।
এ ঘটনার পর বৃহস্পতিবার গভীর রাতে আবারও দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত কবির হোসেনের নেতৃত্বে শামিমের শ্বশুর শফিক রাঢ়ির বাড়িতে হামলা হয়। ওই সময় তারা শফিক রাঢ়িকে মারধর করে বাড়িঘর ভাঙচুর, মিজানের বাড়ি ও দোকানে হামলা, দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হয়।
আহতদের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়। এদের মধ্যে সফিক উল্যাহ রাঢ়ি ও লিন রাঢ়ি দুজনের অবস্থায় গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন জানান, ঘটনাস্থলে সেনা সদস্যদের সাথে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কয়েকটি বাড়ি ও আহতের বিষয়টি নিশ্চিত করা যায়নি। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ নিয়োজিত রয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা ও গ্রেফতার হয়নি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।