পীরগঞ্জে মহান বিজয় দিবস-২০২৪ পালিত
- আপডেট টাইম : ১১:০৫:০১ পূর্বাহ্ণ, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
- / ৬ ৫০০০.০ বার পাঠক
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মহান বিজয় দিবস-২০২৪ পালিত হয়েছে। সোমবার সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ এবং শহীদ বীরমুক্তিযোদ্ধা আবু ইসাহাক এর কবর জিয়ারতসহ সকল শহিদ বীর মুক্তিযোদ্ধার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সকাল ১০ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় র্যালি প্রদক্ষিন শেষে বিজয় দিবস মাঠে মিলিত হয়। উপজেলা প্রশাসন কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিএনসিসি বাংলাদেশি স্কাউটস কতৃক জাতীয় পতাকার প্রতি সালাম প্রদর্শন করা হয়। এরপর বিজয় মেলা উদ্বোধন করে স্টল পরিদর্শন করেন। শেষে বীর মুক্তিযোদ্ধা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলমের সভাপতিিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, উপজেলা বিএনপির সম্পাদক সাবেক উপজেলা জিয়াউল ইসলাম জিয়া, বাংলাদেশ জামাতে ইসলামী পীরগঞ্জ উপজেলা শাখার আমির বাবলুর রশিদ, অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, সার্কেল অফিসার রাসেল রানা, উপজেলা সহকারী কমিশনার ভূমি ইসফাকুল কবীর প্রমুখ।