ইসলামই জনগনের অধিকার নিশ্চিত করতে পারে ড. রেজাউল করিম
- আপডেট টাইম : ০৫:৩০:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
- / ৩২ ৫০০০.০ বার পাঠক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি ডক্টর মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন
ইসলামই জনগনের অধিকার নিশ্চিত করতে পারে, তাই ফ্যাসীবাদ মুক্ত বাংলাদেশের সুফল পরিপূর্ণ ভাবে উপভোগ করতে হলে সমাজের সকল স্তরে ইসলামি নেতৃত্ব প্রতিষ্ঠার বিকল্প নেই। তিনি গতকাল লক্ষ্মীপুর জেলার চন্দ্রগন্জ থানাধীন
৯ নং ভাংগাখাঁ ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। ইউনিয়ন আমির মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে, সেক্রেটারি জহিরুল ইসলাম আনসারীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির এ আর হাফিজ উল্লাহ,
ভারপ্রাপ্ত সেক্রেটারি নাছির উদ্দীন মাহমুদ, জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আব্দুর রহমান,
চন্দ্রগন্জ থানা জামায়াতের আমির মাওলানা নুর মোহাম্মদ রাছেল, সেক্রেটারি এড: রেজাউল ইসলাম খাঁন সুমন সহ স্থানীয় নেতৃবৃন্দ। দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত এ সম্মেলনে ইউনিয়নি বিভিন্ন প্রান্ত হতে নেতা কর্মীর মিছিল শোভাযাত্রা সহ যোগদেয়।
সমাবেশ শেষে ড. রেজাউল করীম ফিতা কেটে ইউনিয়ন জামায়াতের নতুন অফিস উদ্ভোদন করেন।