পদ্মা-মহানন্দায় অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান
- আপডেট টাইম : ০৭:৫৯:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
- / ৪২৬ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ॥ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের অভিযানে জব্দ করা মাটি কাটার যন্ত্র পুড়িয়ে ফেলা হয়েছে। এছাড়াও আরো একটি মাটি কাটার মেশিন জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিন মিয়াঁ।
জানা যায়, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পদ্মা নদীর ৭ নং বাঁধ এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কাটার অপরাধে এক্সকেভটর মেশিন জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। তবে ওই অভিযানে কাউকে আটক করতে পারেননি তারা।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারকদের উপস্থিতিতেই একটি এক্সকেভটর মেশিন আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুর রহমান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিন মিয়া, মোহাম্মদ আশরাফুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী ময়েজউদ্দিনসহ পুলিশ ও র্যাবের সদস্যরা।
জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পদ্মা নদীর পাড় থেকে প্রতিদিন অবৈধভাবে মাটি কেটে নেয়া হচ্ছিল। এসব মাটি কাটাই জড়িত ছিল একাধিক সিন্ডিকেট। পদ্মা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এলাকায় এক্সকেভটর মেশিন দিয়ে মাটি কেটে নিচ্ছিল মাটিদস্যুরা। এ নিয়ে ২৯ মার্চ স্থানীয় ও জাতীয় বিভিন্ন দৈনিকে ‘পদ্মায় মাটি সিন্ডিকেটের দৌরাত্ম’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর বুধবার অভিযান চালায় জেলা প্রশাসন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিন মিয়াঁ জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার দায়ে পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব মেশিন ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। কয়েকদিনের মধ্যেই এসব নিলামে তোলা হবে।