কালিয়াকৈরে ৪৭তম বিশ্ব মানবধিকার দিবস পালিত
- আপডেট টাইম : ০৮:৫৫:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
- / ৫৫ ৫০০০.০ বার পাঠক
গাজীপুরের কালিয়াকৈরে ৪৭ তম বিশ্ব মানবধিকার দিবস উপলক্ষে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মোঙ্গলবার( ১০ ডিসেম্বর) সকালে উপজেলার লতিফপুর সংস্থার নিজস্ব কার্য়্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
দিবসের শুরুতে সংস্থার কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে ঢাকা টাঙ্গাইল মহা সড়ক সহ উপজেলা চত্ত্বর প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপত্বিত করেন বিশ্ব মানবধিকার সংস্থার সভাপতি মোঃ শাজাহান মিয়া।
সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন হান্নানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন। বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম অভি,দলিল লেখন সমিতির সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ,উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন,উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারন সম্পাদক নাজমুল হাসান, কালিয়াকৈর থানা পুলিশের এস আই রফিকুল ইসলাম সহ মানবাধিকার সংস্থার কর্মীরা।