যথাযোগ্য মর্যাদায় পীরগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত
- আপডেট টাইম : ১০:৩৬:১১ পূর্বাহ্ণ, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
- / ২৯ ৫০০০.০ বার পাঠক
নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দিবসটি পালিত হয়েছে। রোববার সকাল দশটায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে র্যলি ও উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এনএম ইসফাকুল কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা জামায়াতের আমির বাবলুর রশিদ, উপজেলা তথ্য কর্মকর্তা মুন্নি আক্তার, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সমন্বয়ক সাকিব আহমেদ সোহান, মহিলা বিষয়ক অধিদপ্তরের স্টাফ আশরাফ আলী, মনজরুল হক, জয়িতা- রাধীকা রানী ও ঝর্ণা রানী প্রমুখ। শেষে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে জয়িতা- রাধিকা রানী ও উন্নয়নে অসামান্য অবদান রাখায় ঝর্ণা রানীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়াও ২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শির্ষক কার্যক্রম বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মী সহ অন্যান্য পেশাজীবী লোকজন উপস্থিত ছিলেন।