হিলি(হাকিমপুরে)সরকারি নির্দেশনা না মানায় ১২ জনের জরিমানা।
- আপডেট টাইম : ১০:৪২:৩৪ পূর্বাহ্ণ, বুধবার, ৭ এপ্রিল ২০২১
- / ২৬১ ৫০০০.০ বার পাঠক
প্রতিনিধি বিরামপুর(দিনাজপুর)ঃ
প্রকাশিত: সোমবার ৫ই এপ্রিল ২০২১ ০২:০৭
দিনাজপুরের হিলিতে, সরকারি নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক ব্যবহার না করায় দোকানি-পথচারীসহ ১২ জনকে ১৯ হাজার ১শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় অনেকর মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
সোমবার (৫ এপ্রিল) বিকেল ৫ টায় হিলি বাজার, চারমাথা মোড়,ও ছাতনী চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম তাদেরকে এই জরিমানা করেন।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম বলেন, সরকারি নির্দেশনা না মেনে বিকেল ৪টার পরে দোকান খোলা রাখা,স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক ব্যবহার না করায় হিলি বাজার, চারমাথা মোড় ও ছাতনী চৌমুহনী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। এসময় দোকানি ও পথচারীসহ ১২ জনকে ১২টি মামলায় ১৯ হাজার ১শ’ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, অর্থদণ্ড প্রদানের মূল উদ্দেশ্য ছিল না, জনগনকে সচেতন করার চেষ্টা করছি। আমরা আশা করছি মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলবে ও করোনার যে প্রকোপ দেখা দিয়েছে তা থেকে হিলিকে রক্ষা করতে পারবো।