ডেপুটি স্পিকারের নির্দেশে ফুলছড়িতে মাস্ক বিতরণ
- আপডেট টাইম : ১০:২৭:৩৭ পূর্বাহ্ণ, বুধবার, ৭ এপ্রিল ২০২১
- / ২৭৯ ৫০০০.০ বার পাঠক
গাইবান্ধা রিপোর্টার।।
মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় দেশজুড়ে সরকার নির্দেশিত সাত দিনের লকডাউন চলছে। প্রয়োজনের তাগিদে অনেকটা বাধ্য হয়েই কেউ কেউ এসময় বাহিরে বের হচ্ছে। এ অবস্থায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়ার নির্দেশে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বিভিন্ন স্থানে জনসাধারণের মাস্ক ব্যবহার নিশ্চিতসহ স্বাস্থ্যবিধি মানাতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে দলীয় নেতাকর্মীরা।
এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে ফুলছড়ি উপজেলা সদর সহ বিভিন্ন এলাকায় মাস্ক বিতরণ করেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সভাপতি আতোয়ার রহমান, আওয়ামী লীগ নেতা সোলায়মান হোসেন ফুলমিয়া, আব্দুস ছাত্তার, যুবলীগ নেতা আব্দুল মালেক প্রমুখ।
অপরদিকে উপজেলা যুবলীগের উদ্যোগে কঞ্চিপাড়া ইউনিয়নের একাডেমী বাজার এলাকায় জনসাধারণের মধ্যে বিনামূল্যে মাস্ক ও সাবান বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা যুবলীগের সভাপতি সরদার মোঃ শাহিদ হাসান লোটন, ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ এটিএম রাশেদুজ্জামান রোকন, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান বাবু, মতিয়ার রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি, কঞ্চিপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রুবেল হোসেন, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জু সরকার, উদাখালী ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সম্রাটসহ যুবলীগের নেতৃবৃন্দ।