গাজীপুরে হত্যা মামলার আসামীদের পালাতে সহযোগিতার অভিযোগ পুলিশের বিরুদ্ধে
- আপডেট টাইম : ০৩:২১:২৮ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
- / ৪৭ ৫০০০.০ বার পাঠক
গাজীপুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে খুনসহ নানা অপরাধের অভিযোগ থাকলেও, এদের অনেকেই আইনের ফাঁক গলে পালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। পুলিশের প্রতি সহযোগিতার অভিযোগ এনে ভুক্তভোগীরা বিচার প্রক্রিয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
সদর থানার একটি মামলার তথ্য অনুসারে, হত্যাকাণ্ডসহ গুরুতর অপরাধে জড়িত ৪৫ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে। এদের মধ্যে আলমগীর, পলাশ ও ফয়েজ আহমেদসহ আরও কয়েকজন ক্ষমতাসীন দলের নেতাকর্মী রয়েছেন। মামলাটি দণ্ডবিধির ১৫৩, ৩২৩, ৩২৬, ৩০৭ ও ১০৯ ধারায় দায়ের করা হয়েছে। অভিযোগ রয়েছে, স্থানীয়ভাবে প্রভাব খাটিয়ে তারা বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করছে।
অপরদিকে, এলাকাবাসীর অভিযোগ, পুলিশ ইচ্ছাকৃতভাবে এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার না করে তাদের পালাতে সহযোগিতা করছে। ভুক্তভোগীদের দাবি, প্রভাবশালী মহল মামলা প্রক্রিয়া স্থগিত করার জন্য চাপ প্রয়োগ করছে।
গুরুতর এ পরিস্থিতিতে স্থানীয় জনগণ প্রশাসনের নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে। বিষয়টি নিয়ে তদন্তের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ জরুরি।
উল্লেখ্য, গাজীপুর মহানগর আওয়ামীলীগের আলমগীর (৪৫), পিতা-মৃত আঃ হাই, সাং-রথখোলা, থানা-সদর, গাছা থানার ২-১৯, মামলা পলাশ (৩৫), পিতা-হাসান মিয়া, সাং-চা-বাগান, আলম (৩৮), পিতা-আহাদ আলী, সাং-উত্তর বিলাশপুর, থানা-সদর, গাজীপুর মহানগর। উক্ত মামলার প্রধান আসামী ১। শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ, ২। আ.ক.ম মোজাম্মেল হক (৮০), সাবেক। মুক্তিযোদ্ধা মন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগ ৩। জাহিদ আহসান রাসেল (৫০) সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ৪। মোঃ জাহাঙ্গীর আলম (৪৮) সাবেক মেয়র গাজীপুর সিটি কর্পোরেশন ৫। মতিউর রহমান মতি (৬০) সহ-সভাপতি, গাজীপুর মহানগর আওয়ামীলীগ ৬। আতাউল্লা মন্ডল (৭৫) সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর ৮। এরশাদ (৪২) পিতা-আঃ হাই সাং-রথখোলা, থানা-সদর গাজীপুর মহানগর ৯। মাহমুদুল হাসান (৩৫) পিতা- ফয়েজ উদ্দিন সাং-চা-বাগান, থানা-সদর, গাজীপুর মহানগর ১০। আরিফ (৫০) পিতা-অজ্ঞাত, সাং-চা-বাগান / থানা-সদর, গাজীপুর মহানগর ১১। সাইফুল্লাহ শাওন (৪০) পিতা-শহিদুল্লাহ বাচ্চু সাং-মাধববাড়ী, থানা সদর, গাজীপুর মহানগর ১২। জুবায়ের (৪০) পিতা-অজ্ঞাত, সাং-ছোট দেওড়া, থানা-সদর, গাজীপুর মহানগর ১৩। সাইদুল(৪০) পিতা-গফুর, সাং পশ্চিম বিলাশপুর, থানা-সদর ১৪। জাহাঙ্গীর আলম খোকন (৪০) পিতা-আহাদ আলী, সাং-উত্তর বিলাশপুর, থানা-সদর, গাজীপুর মহানগর ১৫। শাহরিয়ার আলম অপু (৪০) পিতা-রফিক, সাং-উত্তর বিলাশপুর, থানা-সদর, গাজীপুর মহানগর ১৫। পারভেজ আলী (৪০) পিতা-মহর আলী, সাং-ভারারুল, থানা-সদর, গাজীপুর মহানগর ১৬। রকিব পিতা-অজ্ঞাত, সাং-রথখোলা, থানা-সদর, গাজীপুর মহানগর, গাজীপুর ১৭। মোস্তফা কামাল (রাসেল) (৪০) পিতা- আব্দুল মজিদ, সাং-দাখিণ খান, থানা-সদর, গাজীপুর মহানগর ১৮। আহসান হাবীব মোল্লা (৪৫) পিতা- অজ্ঞাত, সাং-চাপুলিয়া, থানা-সদর, গাজীপুর মহানগর ১৯। রঞ্জিত মল্লিক (৪৫) পিতা-রবিন্দ্র চন্দ্র মাল্ল সাং-উত্তর বিলাশপুর, থানা-সদর, গাজীপুর মহানগর ২০। সঞ্জিত মল্লিক (৪০) পিতা-রবিন্দ্র চন্দ্র মল্লিক বিলাশপুর, থানা-সদর, গাজীপুর মহানগর ২১। রফিক (৪২) পিতা-অজ্ঞাত, থানা-সদর, গাজীপুর মহানগর ২২। মিনহাজুল আবেদীন মাসুম (৩৩) পিতা-মোঃ দেলোয়ার হোসেন, সাং-হাড়িনাল বরুদা, থানা-সা গাজীপুর মহানগর ২৩। শেখ মোস্তাক আহমেদ কাজল (৩৩) সাধারণ সম্পাদক-গাজীপুর মহানগর ছাত্রলীগ, পিতা-তাজউদ্দীন, সাং-রথখোলা, থানা-সদর, গাজীপুর মহানগর, গাজীপুর, ২৪। সবুজ (৩৫) পিতা-কাজী সাং-কলের বাজার, থানা-পূবাইল, গাজীপুর মহানগর, গাজীপুর, ২৫। জাহিদুল (৪০), পিতা-নাবিউর রহমান নবী, সাং কলের বাজার, থানা-পুরাইল, গাজীপুর মহানগর ২৬। মোহসীন ভূইয়া (৪০) পিতা-আঃ হক সাং-কাদে বাজার, খাদ্য-পূবাইল, গাজীপুর মহানগর ২৭। নাহিদ ৪০) পিতা- হাশেম মোড়ল, সাং-দক্ষিণ ছায়াবীথি, থানা-সদর, গাজী মহানগর ২৮। ছিদ্দিক (৪৫) পিতা-রহমান, সাং-অজ্ঞাত, থানা-সদর, গাজীপুর মহানগর, ২৯। মজিবুর (৫০), পিতা-ওময় আলী, সাং-অজ্ঞাত, থানা-সদর, গাজীপুর মহানগর, গাজীপুর, ৩০। পলাশ (৪০) পিতা-আজগর, সাং-অজ্ঞাত, থানা-সদর, গাজীপুর মহানগর ৩১। শিপলু (৩৫) পিতা-আজগর, সাং-ভানুয়া, অজ্ঞাত্র, থানা-সদর, গাজীপুর মহানগর ৩২। মাসুদ (৪০) পিতা-ছিদ্দিক, সাং-অজ্ঞাত, থানা-সদর, গাজীপুর মহানগর ৩৩। জালাল (৪৫), পিতা- আমির, সাং পাজুলিয়া, থানা-সদর, গাজীপুর মহানগর, গাজীপুর ৩৪। ছাত্তার (৪৪), পিতা-মালেক, সাং-পাজুলিয়া, থানা-সদর, গাজীপুর মহানগর ৩৫। শওকত (৪৫), পি ছফুরউদ্দিন, সাং-পাজুলিয়া, থানা-সদর, গাজীপুর মহানগর ৩৬। মিজানুর (৪০), পিতা-শামসুদ্দিন, সাং ভানুয়া, থানা-সদর, গাজীপুর মহানগর, ৩৭। মোহাম্মদ রবি (৪০) পিতা-অজ্ঞাত, সাং-পূর্ব চান্দনা ৩৮। আঃ লতিফ সরকার টুটুল (৫৫), পিতা-মোহাম্মদ আলী, সাং-পূর্ব চান্দনা, ৩৯। মেহেদী (৩৮), পিতা-অজ্ঞাত, সর্ব সাং-পাজুলিয় থানা সদর, গাজীপুর মহানগর ৪০। আব্দুল্লাহ ইমন (৪০), পিতা-শহীদুল্লাহ, সাং-পাজুলিয়া গাজীপুর মহানগর ৪১। নিত্য রঞ্জন দাস (৪২), পিতা-মহিন্দ্র দাস, সাং-পাজুলিয়া, থানা-সদর, গাজীপুর মহানগর
৪২। আবুল হাসেম (৪০) পিতা-আবু বক্কর, সাং-কাশিমপুর, ৪৩। মোঃ সাব্বির হোসেন (৩৮) (সাবেক সভাপতি, আইনজীবী সমিতি, ফনির চেক), পিতা মৃত রফিক উদ্দিন, সাং-দক্ষিণ ছায়াবিথী, থানা-সদর, গাজীপুর মহানগর ৪৪। চঞ্চল (৩৭) পিতা-আমার উত্তর বিলাশপুর, থানা-সদর, গাজীপুর মহানগর ৪৫। সোলাইমান মিয়া (৫৪), পিতা-মৃদ্ধ নূরুল ইসলা সভাপতি ২নং ওয়ার্ড, কাশিমপুর, গাজীপুর ৫২। মোস্তাক আহম্মেদ (২৪) (সভাপতি, কাশিমপুর, পিতা-ছাদেক মিয়া, সাং-ভবানীপুর, থানা-কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর, ৪৬। মাহাবুবুল আলম (৪ পিতা-মৃত মেহের আলী, সাং-পূর্ব চান্দনা, থানা-সদর, গাজীপুর মহানগর, গাজীপুর, ৪৭। শাওন (২৮), পিতা-না উদ্দিন বাচ্চু, সাং-সামান্তপুর, থানা-সদর, গাজীপুর মহানগর, গাজীপুর, ৪৮। শাহ আলম (৩৫), পিতা-সাদেক হোসে সাং-তরৎপাড়া, থানা-সদর, গাজীপুর মহানগর ৪৯। ফয়সাল কাৰা (২৭), পিতা-মস্তান আলী, সাং-পাজুলিয় থানা-সদর, গাজীপুর মহানগর, গাজীপুর, ৫০। মন্তাজ উদ্দিন মন্ডল (৫৫), পিতা-মৃত সাইদুর রহমান, ২নং ওয়া আওয়ামীলীগ কার্যকরী সদস্য, সাবেক কাউন্সিলর ২নং ওয়ার্ড, সাং-লতিফপুর, থানা-কাশিমপুর, গাজীপুর মহানগর গাজীপুর সাবেক ৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাইজ উদ্দিন মোল্লা (৪৮) ও তার ভাই ইদ্রিস মোল্লা (৪৭) পিতা-মৃত নিজাম উদ্দিন মোল্লা,সাং- বারেন্ডা, আওয়ামী লীগের থানা কমিটির কর্মী ছিলেন ,অর্থ যুগান্ধতা মোহাম্মদ মাহবুবুর রহমান পিতা মৃত রফিকুল ইসলাম সাং বিশ্বাস ফিড মহানগর, কাশিমপুর থানা গাজীপুর জেলা, মোঃ আতাউর রহমান মুকুল (৫০)পিতা- মৃত মোজাম্মেল সিকদার আওয়ামী লীগের খাস দালাল চিহ্ন কারি,সাং- সুরবাড়ী ,ইদ্রিস মাওলানা (৫০)পিতা- হামেদ মৃধা সাং- বারেন্ডা মোঃ খাজাল উদ্দিন (৪৮)পিতা- আক্কাস আলীসাং -সুরাবাড়ী,হাবিল উদ্দিন মৃধা (৬০) পিতা-মৃত আব্দুল মৃধা,সাং- বারেন্ডা,ইব্রাহীম ব্যাপারী (৬০) পিতা- শুকুর আলী ব্যাপারী,সাং- সুরাবাড়ী, থানা- শরীফপুর, কাশিমপুরের আওয়ামী লীগের অস্ত্র অর্থ যোগানদাতা কাড়ি, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর, মোঃ তুলা (৪৬) পিতা অজ্ঞাত থানা আওয়ামী লীগের কমিটির সদস্য ছিলেন সর্ব ঠিকানা- কাশিমপুর-১৩৪৬, থানা- কাশিমপুর,জেলা- গাজীপুর। গং আসামীদের মধ্যে অনেকে প্রকাশ্য ঘোরাফেরা করলেও পুলিশ তাদের গ্রেফতার করছে না এবং অনেক আসামিকে পালিয়ে যেতে সহযোগিতার অভিযোগও রয়েছে পুলিশের বিরুদ্ধে।