ভুলবশত চলে যাওয়া ৩০,০০০ টাকা উদ্ধার রাজধানী শাজাহানপুর থানার পুলিশের সফলতা

- আপডেট টাইম : ০১:০০:১৭ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
- / ১০৬ ৫০০০.০ বার পাঠক
ঢাকা, ৩০ নভেম্বর মতিঝিলের শাহজাহানপুর থানা পুলিশ একটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
থানায় দায়ের করা একটি সাধারণ ডায়রির ভিত্তিতে, এক ব্যক্তির ভুলবশত অন্য একটি বিকাশ নম্বরে চলে যাওয়া ৩০,০০০ টাকা উদ্ধার করে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সংবাদদাতা মনির হোসেন শেখ একটি ডিজিট ভুল করে ৩০,০০০ টাকা অন্য একটি বিকাশ নম্বরে পাঠিয়ে দেন।
বিকাশ অফিস থেকে কোনো সহায়তা না পেয়ে তিনি শাহজাহানপুর থানায় একটি সাধারণ ডায়রি করেন।
থানার জিডি তদন্তকারী কর্মকর্তা এস আই সাখাওয়াত হোসেন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ভুলবসত যেই নাম্বারে টাকা গিয়েছে ওই নাম্বারটি অনলাইনের মাধ্যমে তথ্যপ্রযুক্তির সাহায্যে ওই নাম্বারের ব্যক্তিকে সনাক্ত করেন।
পরবর্তীতে, তিনি উদ্ধারকৃত ৩০,০০০ টাকা মনির হোসেনের কাছে হস্তান্তর করেন।
সংবাদদাতা মনির হোসেন মতিঝিল থানার প্রশংসা করে সময়ের কণ্ঠকে বলেন, এসআই সাখাওয়াত আমার টাকা উদ্ধার করে দিয়েছে আমি উনার কাছে ঋণী ও কৃতজ্ঞ।
এই ঘটনায় মতিঝিল পুলিশের দক্ষতা ও জনসাধারণের প্রতি তাদের দায়িত্ববোধের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা।