আখের ক্ষেতে শিশুর অর্ধ গলিত মরদেহ উদ্ধার
- আপডেট টাইম : ১২:২৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
- / ৪৪ ৫০০০.০ বার পাঠক
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আখের ক্ষেতে লাবণ্য আক্তার (৫) নামে এক শিশুর অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ২নং কোষারানীগঞ্জ ইউনিয়নের ডাঙ্গীপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত শিশুর পরিবারের সূত্র মতে শিশুটি বাড়িতে খেলার সময় বৈকালে নিখোজ হয়। অনেক খোঁজাখুজি করেও শিশু লাবন্য কে খুঁজে পাননি তারা। নিখোঁজের পাঁচদিন পর গত বৃহস্পতিবার বাড়ির পাশে আখ ক্ষেত এলাকার লোকজন শিশুর মরদেহ দেখতে পায়। খবর পেয়ে শিশুটির পরিবার ঘটনাস্থলে গিয়ে পরনের কাপড় দেখে সনাক্ত করে। খবর পেয়ে পুলিশ শিশু লাবণ্য আক্তারের মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও জেলা হাসপাতাল মর্গে প্রেরন করে। পুলিশ জানায় ওই গ্রামের বেলাল হোসেনের কন্যা লাবণ্য আক্তার স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী। গত ২৩ নভেম্বর নিখোঁজের পর ২৮ নভেম্বর সন্ধার আগে শিশুর মরদেহ উদ্ধার করে রাতেই মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশুর পিতা বাদী হয়ে অজ্ঞাত আসামি করে থানায় মামলা করেছে। এটি একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বলে জানান থানা অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম।