ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন, ইলেভেন ষ্টার ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের ২০২৫ সালের নতুন কমিটি গঠন যেখানেই আইন লঙ্ঘন হবে পুলিশ তার বিরুদ্ধে আইনী ব্যবস্থানিতে পিছু হটবেনা-ওসি কোতয়ালী টাঙ্গাইলে সমন্বয়ক পরিচয়ধারীদের পদ স্হগিত করলেন হাসনাত আবদুল্লাহ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি রোববার পাকিস্তানের ‘জেএফ-১৭ থান্ডার’ যুদ্ধবিমানে আগ্রহ বাংলাদেশের পিডিবি সরকারি চাকরির আশ্বাস ১ লাখ ২২ হাজার টাকা হাতিয়ে নিলেন প্রতারক হানিফ টঙ্গী থানা মহিলা যুবলীগ সভাপতি নাসরিন এর দাপটে হচ্ছে হত্যা আর অন্যের জমি জবর দখল! নাসরিনকে গ্রেফতারের দাবি ভুক্তভোগীদের ফরজ বিধান পর্দা যেখানে নাই, সেখানে রহমত নাই -ছারছীনার পীর ছাহেব ভ্যাট ও শুল্ক কমানোর দাবিতে ঠাকুরগাঁওয়ে রেস্তোরা মালিক, শ্রমিকের মানববন্ধন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় বিএনপির মহাসচিব বরাবর লিখিত অভিযোগ!

প্রিয় নবির প্রিয় সুন্নাত

ইসলামের জীবন
  • আপডেট টাইম : ০৫:৫৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
  • / ৪৬ ৫০০০.০ বার পাঠক

প্রবেশের আগে

শৌচাগারে যাওয়ার জন্য ঢিলা-টিস্যু এবং পানি উভয়টিই নিয়ে যাওয়া সুন্নাত। মুস্তাহাব হলো তিনটি ঢিলা-টিস্যু নেওয়া। (বুখারি : হাদিস-১৫০)।

জুতা স্যান্ডেল পায়ে রাখা। (সুনানে কুবরা, বায়হাকি রহ. : হাদিস-৪৫৬)। বাথরুমে প্রবেশের আগে দোয়া পড়া (বুখারি : হাদিস-১৪২)। কোনো স্থানে বাথরুম না থাকলে এমন স্থানে চলে যাওয়া, যেখানে কারও দৃষ্টি না পড়ে। (সূরা নূর : আয়াত ৩০)। পেশাবের জন্য এমন স্থানে যাওয়া, যে স্থানের মাটি নরম। যাতে পেশাবের ছিটা শরীরে এসে না পড়ে। (আবু দাউদ : হাদিস-৩)। বাম পা দিয়ে প্রবেশ করা। (আবু দাউদ : হাদিস-৩২)। সম্মানিত কোনো বস্তু নিয়ে বাথরুমে না যাওয়া। যেমন আংটি অথবা অন্য কোনো জিনিসের ওপর যদি কুরআনের আয়াত অথবা নবি কারিম (সা.)-এর নাম কিংবা সম্মানিত কিছু লেখা থাকে এবং তা দেখা যায়, তাহলে তা নিয়ে বাথরুমে প্রবেশ না করা। তবে কুরআনের আয়াত বা নবি কারিম (সা.)-এর নাম লিখিত তাবিজ যদি মোম বা কাপড় দিয়ে আটকানো থাকে, তাহলে তা নিয়ে প্রবেশ করাতে কোনো অসুবিধা নেই। (তিরমিজি : হাদিস-১৭৪৬)।

প্রবেশের পর

সতর খোলার সময় যথাসম্ভব নিচু হয়ে খোলা। (তিরমিজি : হাদিস-১৪)। ইস্তিঞ্জার সময় কিবলার দিকে মুখ ও পিঠ দিয়ে না বসা। (বুখারি : হাদিস-৩৯৪)। ইস্তিঞ্জার সময় অতি প্রয়োজন ছাড়া কথা না বলা। এমনকি জিকির-আসকারও না করা। (আবু দাউদ : হাদিস-১৫)। পেশাবের ছিটা থেকে বেঁচে থাকার চেষ্টা করা। কারণ পেশাবের ছিটা থেকে বেঁচে না থাকার কারণে কবরে আজাব হয়ে থাকে। (বুখারি : হাদিস-২১৮)। ইস্তিঞ্জার সময় ডান হাত দিয়ে ইস্তিঞ্জা না করা ও লজ্জাস্থান স্পর্শ না করা। (বুখারি : হাদিস-১৫৪)। বসে পেশাব-পায়খানা করা, দাঁড়িয়ে না করা। (নাসাঈ : হাদিস-২৯)। পেশাব করার পর পেশাবের ফোঁটা আসা বন্ধ হওয়ার জন্য হাঁটাহাঁটির প্রয়োজন হলে দেওয়াল ইত্যাদির আড়ালে গিয়ে হাঁটাহাঁটি করা। (ইবন মাজাহ : হাদিস-৩২৬)। ডান পা দিয়ে বের হওয়া। (আবু দাউদ : হাদিস-৩২)। বের হয়ে দোয়া পড়া (আবু দাউদ : হাদিস-৩০)।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

প্রিয় নবির প্রিয় সুন্নাত

আপডেট টাইম : ০৫:৫৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪

প্রবেশের আগে

শৌচাগারে যাওয়ার জন্য ঢিলা-টিস্যু এবং পানি উভয়টিই নিয়ে যাওয়া সুন্নাত। মুস্তাহাব হলো তিনটি ঢিলা-টিস্যু নেওয়া। (বুখারি : হাদিস-১৫০)।

জুতা স্যান্ডেল পায়ে রাখা। (সুনানে কুবরা, বায়হাকি রহ. : হাদিস-৪৫৬)। বাথরুমে প্রবেশের আগে দোয়া পড়া (বুখারি : হাদিস-১৪২)। কোনো স্থানে বাথরুম না থাকলে এমন স্থানে চলে যাওয়া, যেখানে কারও দৃষ্টি না পড়ে। (সূরা নূর : আয়াত ৩০)। পেশাবের জন্য এমন স্থানে যাওয়া, যে স্থানের মাটি নরম। যাতে পেশাবের ছিটা শরীরে এসে না পড়ে। (আবু দাউদ : হাদিস-৩)। বাম পা দিয়ে প্রবেশ করা। (আবু দাউদ : হাদিস-৩২)। সম্মানিত কোনো বস্তু নিয়ে বাথরুমে না যাওয়া। যেমন আংটি অথবা অন্য কোনো জিনিসের ওপর যদি কুরআনের আয়াত অথবা নবি কারিম (সা.)-এর নাম কিংবা সম্মানিত কিছু লেখা থাকে এবং তা দেখা যায়, তাহলে তা নিয়ে বাথরুমে প্রবেশ না করা। তবে কুরআনের আয়াত বা নবি কারিম (সা.)-এর নাম লিখিত তাবিজ যদি মোম বা কাপড় দিয়ে আটকানো থাকে, তাহলে তা নিয়ে প্রবেশ করাতে কোনো অসুবিধা নেই। (তিরমিজি : হাদিস-১৭৪৬)।

প্রবেশের পর

সতর খোলার সময় যথাসম্ভব নিচু হয়ে খোলা। (তিরমিজি : হাদিস-১৪)। ইস্তিঞ্জার সময় কিবলার দিকে মুখ ও পিঠ দিয়ে না বসা। (বুখারি : হাদিস-৩৯৪)। ইস্তিঞ্জার সময় অতি প্রয়োজন ছাড়া কথা না বলা। এমনকি জিকির-আসকারও না করা। (আবু দাউদ : হাদিস-১৫)। পেশাবের ছিটা থেকে বেঁচে থাকার চেষ্টা করা। কারণ পেশাবের ছিটা থেকে বেঁচে না থাকার কারণে কবরে আজাব হয়ে থাকে। (বুখারি : হাদিস-২১৮)। ইস্তিঞ্জার সময় ডান হাত দিয়ে ইস্তিঞ্জা না করা ও লজ্জাস্থান স্পর্শ না করা। (বুখারি : হাদিস-১৫৪)। বসে পেশাব-পায়খানা করা, দাঁড়িয়ে না করা। (নাসাঈ : হাদিস-২৯)। পেশাব করার পর পেশাবের ফোঁটা আসা বন্ধ হওয়ার জন্য হাঁটাহাঁটির প্রয়োজন হলে দেওয়াল ইত্যাদির আড়ালে গিয়ে হাঁটাহাঁটি করা। (ইবন মাজাহ : হাদিস-৩২৬)। ডান পা দিয়ে বের হওয়া। (আবু দাউদ : হাদিস-৩২)। বের হয়ে দোয়া পড়া (আবু দাউদ : হাদিস-৩০)।