তায়কোয়ানডোতে প্রথম স্বর্ণ রুমার
- আপডেট টাইম : ০৩:০৭:০৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১
- / ৩৩৭ ৫০০০.০ বার পাঠক
স্পোর্টস রিপোর্টার ॥
তায়কোয়ানডো ডিসিপ্লিনে প্রথম স্বর্ণ বাংলাদেশ আনসার ও ভিডিপির রুমা খাতুনের। মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাশিয়ামে শুরু হওয়া এ প্রতিযোগিতায় সিনিয়র নারী পুমসে (১৭-২৪ বছর) ইভেন্টে ৭.৭০ স্কোর করে স্বর্ণ জেতেন ফরিদপুর থেকে উঠে আসা এ এ্যাথলেট। ৭.৬০ স্কোর করে সেনাবাহিনীর আনিকা আক্তার রূপা ও ৭.৩০ স্কোর করে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার ইসরাত জাহান রিয়া ও ৬.৯০ স্কোর করে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জান্নাতুল তামান্না তাবাসসুম ব্রোঞ্জপদক লাভ করেন।
প্রথমবারের মতো বাংলাদেশ গেমসে অংশ নিয়েই স্বর্ণ জিতেছেন রুমা। সোনার পদক জিতে উচ্ছ্বসিত রুমা বলেন, এটা আমার প্রথম বাংলাদেশ গেমস। আর প্রথমবারই স্বর্ণ জিতেছি। বলে বোঝাতে পারব না কত ভাল লাগছে।
রুমা আরেকটি সোনাও জিতেছেন। সেটা পুমস নারী দলীয় ইভেন্টে (১৭-২৪ বছর) অপর দুই সঙ্গী আশিফা আরজু ও রিমা খাতুনকে (৭.১০ স্কোর) সঙ্গে নিয়ে।