অভিনব কায়দায় কুমড়া শাকের আড়ালে গাঁজা পাচারকালে ডিএনসি- কুমিল্লার হাতে ১৩ কেজি গাঁজাসহ আটক ০২ নারী

- আপডেট টাইম : ১১:৪৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
- / ১৩৩ ৫০০০.০ বার পাঠক
ডিএনসি কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান এরঁ সার্বিক তত্বাবধানে ও উপপরিদর্শক মো: মুরাদ হোসেন এর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৩ কেজি গাঁজাসহ দুজন নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
২২ নভেম্বর ২০২৪ তারিখ সকাল ০৮:৩০ ঘটিকায় কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন নিমসার বাজারস্থ গাড়ীচালকদের বিশ্রামাগারের সামনে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা হতে ঢাকাগামী Asia Aircon নামীয় বাসে তল্লাশি করে ০৭কেজি গাঁজাসহ জাহানারা (৫০) নামীয় একজন আসামিকে আটক করা হয়। আটককৃত আসামি কুমিল্লা জেলার তিতাস উপজেলার কাশিপুর গ্রামের মৃত শরীফ আলীর মেয়ে। একই বাস তল্লাশি করে ০৬ কেজি গাঁজাসহ জুবেদা বেগম (৪৭) নামীয় একজন আসামিকে আটক করা হয়। উক্ত আসামি গোপালগঞ্জ জেলার মকসুদপুর থানাধীন গোবাহাড়া এলাকার মৃত ইয়াদ আলী মোল্লার মেয়ে।
আসামীদের বিরুদ্ধে উপপরিদর্শক মোঃ মুরাদ হোসেন বাদী হয়ে বুড়িচং থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।