নাসিরনগরে দুর্বৃত্তদের হামলায় প্রধান শিক্ষক আহত
- আপডেট টাইম : ০৬:৫৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
- / ৭২ ৫০০০.০ বার পাঠক
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা গুনিয়াউক ইউনিয়নের নিশ্চিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাবুদ্দিন আহাম্মেদ দানু (৫০) কে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।
জানা যায়, বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪ খ্রিঃ সকালে প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে কর্মস্থল নিশ্চিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পথে উৎপেতে থাকা দুর্বৃত্তরা কুপিয়ে প্রধান শিক্ষক মোঃ শাহাবুদ্দিনকে গুরুত্ব আহত করে। দুর্বৃত্তদের আঘাতে রাস্তায় পড়ে থাকলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে এনে ভর্তি করে। পরে রোগীর অবস্থা আশঙ্কা জনক হলে কর্তব্যরত চিকিৎসক জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। প্রধান শিক্ষক শাহাবুদ্দিন জানায়,জালাল উদ্দিন আহমেদ গেদুর নেতৃত্বে, আাহাদ মিয়া, তোফাজ্জল হোসেন, সেনু মিয়া সহ ১০/১২ জন তাকে হত্যার করার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায়। এলাকাবাসী জানায়
পূর্বের শত্রুতার জেরে এই ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি।