ডাকাতি সংগঠিতো হওয়া’র ০৫ (পাঁচ) দিনের মধ্যে ডাকাত দলের ০৫ ডাকাত গ্রেফতার সহ
- আপডেট টাইম : ০৮:৪৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
- / ৩৩ ৫০০০.০ বার পাঠক
লুন্ঠিতো মালামাল উদ্ধার করেছে – কুমিল্লা জেলা’র লাঙ্গলকোট থানা।
আলাউদ্দিন- ০৭-১১-২০২৪ ইং তারিখে রাত অনুমানিক রাত ০৩.৩০ ঘটিকা’য় কুমিল্লা জেলা’র নাঙ্গলকোট থানা’র ০৭ নং জোড্ডা ইউনিয়নের ভিকটিম মোসা নাছমিা আক্তার পাখি’র বসত বাড়ী ডাকাতি হয়েছে। অজ্ঞাতনামা ৬/৭ জন ডাকাত মুখে গামছা পরিহিতো ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিতো অবস্থা’য় বল পূর্বক ভিকটিমের বসত ঘররে ভিতর প্রবশে করে ভিকটিম মরয়িম আক্তার সহ তাঁর ঘরে থাকা লোকদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্নালংকার, নগদ টাকা সহ ০১ টি এন্ড্রয়েড মোবাইল, ০১ টি বাটন মোবাইল, ০১টি স্মাট টিভি ও ০১ টি ল্যাপটপ লুণ্ঠন করে নিয়ে যায়ার পরবর্তীতে উক্ত ঘটনা’য় ভিকটিম মোসা নাছমিা আক্তার পাখি বাদী হয়ে অজ্ঞাতনামা ডাকাতদের বিরুদ্ধে নাঙ্গলকোট থানা’য় এজাহার দায়রে করলে পুলিশ সুপার, কুমিল্লা’র দিকনির্দেশনা’য় ও সহ: পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) প্রত্যক্ষ তত্ত্ববধানে এবং অফিসার ইনচার্জ নাঙ্গলকোট থানা’র সার্বিক সহায়তায় নাঙ্গলকোট থানা’র অফিসার ও ফোর্সের সমন্বয়ে ডাকাত দলের আসামী গ্রেফতার এবং লুষ্ঠতি মালামাল উদ্ধারের লক্ষ্যে একটি চৌকস টিম গঠন করা হয়েছে। এর ধারাবাহিকতা’য় তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদ এর ভিত্তিতে উক্ত থানা এলাকা’য় চট্টগ্রাম মেট্রো এলাকার বিভিন্ন থানা এবং কুমিল্লা জেলা’র বিভিন্ন থানা এলাকা’য় অভিযান পরচিালনা করা’র ধারাবাহকিতা’য় উক্ত ঘটনা’র সাথে জড়িতো আন্ত:জেলা ডাকাত দলে ০৫ জন ডাকাত গ্রেফতার সহ তাদের হেফাজতে থাকা লুণ্ঠিত ০১ টি এন্ড্রয়েড মোবাইল, ০১ টি বাটন মোবাইল, ০১টি স্মাট টিভি ও ০১ টি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। ডাকাতদলের সাথে জড়িতো অন্যান্য আসামীদের গ্রেফতার সহ আরো লুন্ঠিতো মালামাল উদ্ধারের অভযান অব্যাহতো রয়েছে।
উক্ত ঘটনা’র প্রেক্ষিতে নাঙ্গলকোট থানা’র মামলা নং – ০৫, তারখি – ০৭/১১/২০২৪ ইং, ধারা – ৩৯৫/৩৯৭ পনোল কোডে রুজু হয়েছে। উক্ত আসামী’দের নাম ও ঠিকানা – ১। মোঃ আবু বকর (৫০), পিতা-ওসমান গনি, মাতা-মৃত সাহেরা খাতুন, সাং-শাকতলী, আদ্রা উত্তর ইউপি, ২। বাবুল (৪৫), পিতা- লেদু মিয়া, মাতা-মৃত রাজিয়া বেগম, সাং-নোয়াপাড়া, জোড্ডা পশ্চিম ইউপি, ৩। মোস্তফা (২৮), পিতা-মফিজুর রহমান, মাতা-রেজিয়া বেগম, সাং-জিনিয়ারা, বটতলী ইউপি, ৪। মোঃ রাকিব