আমতলীতে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- আপডেট টাইম : ০৩:২৩:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
- / ৫৫ ৫০০০.০ বার পাঠক
আমতলীতে ঐতিহাসিক জাতীয় ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে সোমবার সকাল ১১ টায় বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধার নেতৃত্বে কয়েক হাজার লোক বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গসংগঠন দিবসটি পালন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে।
সোমবার সকাল ১১ টায় আমতলী উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উলক্ষে পুরাতন হাসপাতাল সড়কের নতুন ডাকবাংলো চত্ত্বর থেকে হাজার হাজার লোক এক বর্নাঢ্য র্যালিতে অংশগ্রহন করে। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে ডাকবাংলো চত্ত্বরে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির যুগ্ম সদস্য সচিব তারিকুল ইসলাম টারজানের সঞ্চালনায় উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক কামরুজ্জামান হিরু মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মকবুল আহম্মেদ খান। সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুবুল আলম মৃধা, পৌর বিএনপির সদস্য সচিব জালাল আহম্মেদ খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাডভোকেট নুরুল ইসলাম শানু, বরগুনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মশিউর রহমান আকন, সাবেক চেয়ারম্যান কায়েসুর রহমান ফকু,সাবেক চেয়ারম্যান ও সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তোফাজ্জেল হোসেন, পৌর বিএনপির যুগ্মআহবায়ক আমিনুল ইসলাম জাকির, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান রিপন, আমতলী উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি মো. সিদ্দিকুর রহমান ও ছাত্রদলের আমতলী উপজেলা সভাপতি মো. ইমরান খানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।