বন্ধুকে বিমান বন্দরে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার সময় মহাসড়কে নিহত ৩ বন্ধু
- আপডেট টাইম : ০৪:৫৭:১৯ অপরাহ্ণ, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
- / ১১ ৫০০০.০ বার পাঠক
ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সুত্রাপুরে প্রাইভেট কার ও বাসের সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছেন।
এর আগে, শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টায় কালিয়াকৈরের সুত্রাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মুসলেম উদ্দিন, নাসির উদ্দিন ও জুয়েল মিয়া।
নিহতের স্বজনরা ও পুলিশ জানায়, টাঙ্গাইলের সখিপুর উপজেলার আন্ধির এলাকার মো. মামুন কুয়েত যাওয়ার জন্য সন্ধ্যায় একটি প্রাইভেটকারে ঢাকার উদ্দেশে রওনা দেন। এ সময় তার সঙ্গে স্থানীয় মসজিদের ইমামসহ তিন বন্ধু ছিলেন। মামুনকে এয়ারপোর্টে নামিয়ে দিয়ে সখিপুরের উদ্দেশ্যে ফেরার পথে রাত সাড়ে তিনটার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈরের সূত্রাপুরে এ দুর্ঘটনাটি ঘটে। প্রাইভেটকারটি মহাসড়কে উঠতে গেলে বিপরীত দিক থেকে আসা আল বারাকা পরিবহনের একটি বাস দ্রুত গতিতে এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন মুসলেম উদ্দিন, নাসির উদ্দিন ও জুয়েল মিয়া। গুরুতর আহত আজিজুল হককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ঘটনার পর স্থানীয়রা ঘাতক বাসটি আটক করতে পারলেও গাড়ির চালক ও সহকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ তিনটি উদ্ধার করে নাওজোর হাইওয়ে থানায় নিয়ে যান। খবর পেয়ে নিহতদের স্বজনরা নাওজোর হাইওয়ে থানায় আবেদন জানালে সকাল ৯টায় বিনা ময়নাতদন্তে তাদের কাছে নিহতদের মরদেহ হস্তান্তর করেন নাওজোর হাইওয়ে থানা পুলিশ। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানায় পুলিশ।